বার্সেলোনা সমর্থকদের বড় দুঃসময় যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে টিকতে পারেনি তাদের দল। নেমে যায় ইউরোপা লিগে। সেখানেও টিকতে পারল না। কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে বিদায় নিয়েছে। কোপা দেল রে কাপ থেকে অনেক আগেই বাদ পড়েছে। লা লিগাতেও কোনো সম্ভাবনা নেই। তবে সমর্থকদের দুঃখ ভোলাচ্ছে বার্সার মেয়েরা।
উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে শুক্রবার সেমিফাইনালের প্রথম লেগে জার্মান প্রতিপক্ষ উলফসবার্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সার মেয়েরা। বার্সেলোনার পক্ষে দুটি গোল করেন অ্যালেক্সিয়া পুতেয়াস। এছাড়াও একটি করে গোল করেন বোনমাতি, হ্যানসেন ও হারমোসো। ন্যু ক্যাম্পে তাদের ম্যাচ দেখতে ৯১ হাজার ৬৪৮ জন দর্শক এসেছিল। মেয়েদের কোনো ম্যাচে এটাই সর্বোচ্চ সংখ্যক দর্শকের উপস্থিতি।
এর আগের রেকর্ডটাও বার্সেলোনার ন্যু ক্যাম্পেই হয়েছিল। গত মাসে বার্সা-রিয়াল মেয়েদের ম্যাচে ৯১ হাজার ৫৫৩ জন দর্শক মাঠে এসেছিল।
কেবল চ্যাম্পিয়ন্স লিগই নয় বার্সার মেয়েরা এবার ট্রেবল জয়ের লড়াইয়ে টিকে আছে। লা লিগার শিরোপা জিতেছে এরই মধ্যে। মেয়েদের কোপা দেল রে কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনালের পথে। জেরার্ড পিকেদের ব্যর্থতা ভুলিয়ে দিচ্ছেন অ্যালেক্সিয়া পুতেয়াসরা!