বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

ক্লে কোর্টে নাদালই রাজা

হারালেন বিশ্বসেরা জকোভিচকে

ক্রীড়া ডেস্ক

ক্লে কোর্টে নাদালই রাজা

প্যারিসের রোলাঁ গারোতে রাফায়েল নাদাল ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন। বর্তমান সময়েই নয়, ক্লে কোর্টে ইতিহাসের সেরা তারকা রাফায়েল নাদাল। এ স্প্যানিয়ার্ড গত দুই দশক ধরে ফ্রেঞ্চ ওপেনে রাজত্ব করছেন। গত দুই দশকের অন্যতম সেরা তারকা নোভাক জকোভিচও রোলাঁ গারোর টেনিস কোর্টে বারবার অসহায় আত্মসমর্পণ করেছেন নাদালের কাছে। মঙ্গলবার আরও একবার জকোভিচের বিপক্ষে নাদালের শ্রেষ্ঠত্ব দেখল টেনিস দুনিয়া। ফ্রেঞ্চ ওপেনে ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে নাদাল চার সেটের লড়াইয়ে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন নোভাক জকোভিচকে।

একসময় ফেদেরার-নাদাল লড়াই বেশ আকর্ষণীয় ছিল। তবে এ লড়াইয়ে নাদালের আধিপত্য আকর্ষণ কিছুটা কমিয়ে দেয়। এরপর শুরু হয় নাদাল-জকোভিচ লড়াই। এর আকর্ষণ দিন দিন কেবল বেড়েছেই। দুই তারকা ৫৯ বার মুখোমুখি হয়েছেন এককে। এর মধ্যে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছেন ১৮ বার। সব মিলিয়ে জয়ের পাল্লা জকোভিচের ভারী (৩০-২৯)। অবশ্য এগিয়ে আছেন কেবল এক ম্যাচ বেশি জিতে। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে নাদাল এগিয়ে ১১-৭ ব্যবধানে। ফ্রেঞ্চ ওপেনে ৮-২ ব্যবধানে এগিয়ে নাদাল। রোলাঁ গারোতে গত বছর সেমিফাইনালে নাদালকে হারিয়েছিলেন জকোভিচ। এবার জকোভিচকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করলেন নাদাল। শেষ চারের লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন জার্মান তরুণ আলেক্সান্ডার জেভরভের। কোয়ার্টার ফাইনালে জেভরভ চার সেটের লড়াইয়ে হারিয়েছেন স্পেনের কার্লোস আলকারাজকে।

জকোভিচকে হারিয়ে নাদাল বলেন, ‘আমার জন্য এই রাতটা বেশ আবেগের। তবে এটা কেবলই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এখনো আমি কোনো কিছু জয় করিনি। দুই দিনের মধ্যে আরও একটা ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছি কেবল। তবে রোলাঁ গারোতে আরও একটা সেমিফাইনাল খেলা আমার জন্য অনেক কিছু।’ নাদালের কাছে পরাজয়ের পর জকোভিচ বলেছেন, ‘সে (নাদাল) প্রমাণ করেছে কেন সে একজন গ্রেট চ্যাম্পিয়ন। মানসিকভাবে সব সময়ই শক্ত থাকে। ম্যাচটা শেষ পর্যন্ত লড়ে যায়। তাকে ও তার দলকে অভিনন্দন। কোনো সন্দেহ নেই, এ জয় তারই প্রাপ্য।’ জকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে ১৪তম শিরোপার আরও কাছে পৌঁছে গেলেন নাদাল। জিততে পারেন ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম ট্রফিও!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর