বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

৮ গোলে হেরে বাংলাদেশের মিশন শেষ

ক্রীড়া প্রতিবেদক

মানুষ স্বপ্ন দেখতেই পারে। একেবারে অসম্ভবই ছিল। তারপরও অনেকে আশা করেছিলেন হকিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়বে বাংলাদেশ। ১৯৭৮ সাল থেকে দুই দেশ মুখোমুখি হচ্ছে। কখনো পাকিস্তানকে হারাতে পারেনি। ফুটবল ও ক্রিকেটে জয় পেলেও হকির স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। ০-৮ গোলে হেরে পাঁচে থাকাটাও পূরণ হলো না। ছয়ে থেকে হিরো এশিয়া কাপের মিশন তাদের শেষ করতে হলো। সত্যি বলতে, গতকাল পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেননি আশরাফুলরা। একতরফা ম্যাচ খেলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আন্তর্জাতিক আসরে সব ট্রফি জেতা দেশটি।

প্রথম দুই কোয়ার্টারে বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে তিন গোল খেয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যান আশরাফুলরা। চতুর্থ কোয়ার্টারে তিন গোল খেয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যান আশরাফুলরা। চতুর্থ কোয়ার্টারে আরও তিন গোল, হেসে-খেলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

বাংলাদেশ গ্রুপ ম্যাচে ওমানকে ২-১ গোলে হারায়। পরে পজিশন ম্যাচেও স্বাগতিক ইন্দোনেশিয়াকেও হারিয়েছিল। পাঁচ ম্যাচে ৩ হার ও ২ জয় নিয়ে দেশে ফিরছে জাতীয় হকি দল।

সর্বশেষ খবর