বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

মোহামেডান থেকে শন লেনের পদত্যাগের নেপথ্যে

ক্রীড়া প্রতিবেদক

কোচ শন লেন মোহামেডান থেকে পদত্যাগ করেছেন। পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগে তাকে আর দেখা যাবে না। লিগের লম্বা বিরতিতে তিনি ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যান। চলতি মাসের প্রথম সপ্তাহে ফিরে প্রশিক্ষণে নামার কথা ছিল। তিনি আর আসছেন না। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি পদত্যাগের কথা জানান। দল গঠনে হস্তক্ষেপ ও ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানান। প্রশ্ন হচ্ছে, একজন প্রফেশনাল কোচ হঠাৎ করে সরে দাঁড়াতে পারেন কি না। লিগ চলাকালে কোনো ক্লাব যেমন কোচকে বিদায় করে দিতে পারে, তেমনি কোচও দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করতে পারেন। তবে তা দুই পক্ষের আলোচনার মাধ্যমে। এক্ষেত্রে শন ক্লাবের কারোর সঙ্গে কথা না বলে সরে গেছেন। তা ছাড়া তিনি যে অভিযোগ তুলেছেন, তা নিয়ে কখনো মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কি না।

দলের ফুটবল সংশ্লিষ্ট আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘শন একজন গুণী কোচ। ওনার কোনো কাজে কখনও হস্তক্ষেপ আমরা করিনি। তারপরও অভিযোগ তুললেন। ভালো কথা, দেশে ফিরে তো বলতে পারতেন। তাছাড়া যেখানে লিগ চলছে, সেখানে কেউকে না জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন কীভাবে।’ যাক, শন চলে যাওয়ায় বেশ বিপাকে পড়ে গেছে মোহামেডান। বাকি লিগে

কে কোচ হবেন তা ঠিক করা যায়নি। গুঞ্জন উঠেছে- শনের পদত্যাগের পেছনে বিশেষ মহলের ইন্ধন রয়েছে।

আগামীতে পেশাদার লিগে যে ক্লাবটি আসছে, তারা বড় ধরনের অর্থ দিয়ে শনের সঙ্গে আগাম চুক্তি করে ফেলেছে।

সর্বশেষ খবর