বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

নাসুমের পর মিরাজের ধাক্কা

ক্রীড়া প্রতিবেদক

নাসুমের পর মিরাজের ধাক্কা

বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদের পর মেহেদী হাসান মিরাজের তোপের মুখে পড়ে ১০৮ রানের অলআউট হয়ে যায় স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে তবু ১৪৯ রান করেছিলেন ক্যারিবীয়রা। এ ম্যাচে লড়াইয়ের পুঁজি দিতে পারলেন না।

গতকাল উইকেট শিকার শুরু করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার কাইল মেয়ার্সকে সরাসরি বোল্ড করেন। এরপর তাণ্ডব শুরু করেন নাসুম আহমেদ। এই টাইগার স্পিনার তার ১০ ওভারের বোলিং কোটায় মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

নাসুমের পর উইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৮ ওভারে ২৯ রান দিয়ে নেন  উইকেট। তবে তার উইকেট সংখ্যা ৫টিই হতো, যদি না ম্যাচের শুরুর দিকে তার প্রথম ওভারে সহজ স্ট্যাম্পিং মিস করতেন সোহান।

প্রথম ম্যাচেও দারুন বোলিং করেছিলেন মিরাজ। তিন উইকেট ও একটি রান আউট করে ম্যাচসেরার পুরষ্কার জিতেছিলেন। এ ম্যাচেও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি।

দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ধসের কারণে নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি উইন্ডিজ। ৩৫ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস

সর্বশেষ খবর