শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফিক্সিং নিয়ে তোলপাড়

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের এক ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। যে ক্রিকেটার প্রস্তাব পেয়েছিলেন, তিনি খেলেননি ম্যাচ। প্রস্তাব পাওয়ার বিষয়টি ওই ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট ও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানিয়েছেন। তাকে প্রস্তাবটি দিয়েছে বাংলাদেশে অবস্থানকারী একজন ক্রিকেটার। দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি আকসু বা টিম ম্যানেজমেন্ট। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুই বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে কথোপকোথনের একটি অডিও রেকর্ড প্রচার করেছে। নারী টি-২০ বিশ্বকাপে স্পট ফিক্সিংয়ের বিষয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘এসব বিষয় আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট দেখে থাকে। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের খেলোয়াড়রা ভালোভাবে জানে কোনটা তাদের করতে হবে, কোনটা করা যাবে না। এমন কোনো প্রস্তাব পেয়ে থাকলে, ইভেন্ট প্রটোকল অনুযায়ী আইসিসির এসিইউকে জানাতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর