ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে শুরু থেকেই। দুই দেশ একসময় ধারাবাহিকভাবে ক্রিকেট, ফুটবল ও হকি সিরিজ খেলত। এখন সেসব বন্ধ। তবে প্রতিপক্ষ হিসেবে দেশ দুটি পরস্পরের বিপক্ষে খেলছে এবং সেসব বিভিন্ন দেশে। অবশ্য কিছুদিন আগে পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলতে ভারতে এসেছিল। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। পাকিস্তান অংশ নেবে ক্রিকেট মহাযজ্ঞে। কিন্তু দলটি বিশ্বকাপে অংশ নিতে পারবে কি না, এখনো নিশ্চিত নয়। অবশ্য বাবর আজমের পাকিস্তান প্রস্তুত বিশ্বকাপে অংশ নিতে। এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি চেয়ে দেশটির সরকারের কাছে চিঠি লিখেছে। ভারত সফরের আনুষ্ঠানিক ছাড়পত্র চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি। বিশ্বকাপের ১৩তম আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আসরে পাকিস্তানের ৯ ম্যাচ হবে ৫ ভেন্যুতে। সরকারের কাছে চিঠি লিখে পিসিবি জানতে চেয়েছে ভ্রমণের অনুমতি মিলবে কি না? কিংবা ভেন্যুর নিরাপত্তা পরিদর্শনের জন্য সরকার কোনো দল পাঠাবে কি না? সরকারকে ২৬টি চিঠি দিয়েছে পিসিবি। অনুমতি না পেলে ভারত সফরে যাবে না দেশটি। পিসিবির ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, ‘সরকারের সিদ্ধান্তের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। যে পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। ভেন্যুগুলো পরিদর্শনের জন্য এবং আয়োজকদের সঙ্গে বৈঠকের জন্য যদি ভারতে একটি অগ্রিম দল পাঠানোর প্রয়োজন হয়, তবে এটি সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্ত হবে।’ পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি হয়নি ভারত। সে জন্য হাইব্রিড মডেলে এশিয়া কাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। বিশ্বকাপে পাকিস্তানের খেলাগুলোর দুটি হায়দরাবাদে ৬ ও ১২ অক্টোবর, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ ১৫ অক্টোবর আহমেদাবাদে, ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া, চেন্নাইয়ে ২৩ অক্টোবর আফগানিস্তান, ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ৩১ অক্টোবর কলকাতায় পাকিস্তান, ১২ অক্টোবর ইংল্যান্ড এবং ৪ নভেম্বর বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ।
শিরোনাম
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছে পিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর