দেশের সেরা তিন গোলরক্ষকের নাম বলতে গেলে ছাইদ হাসান কাননের নাম আসবেই। আওয়ামী লীগ সরকার পতনের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। প্রতিদিনই এ নিয়ে আন্দোলন চলছে। কানন বলেন, ‘সরকার আসে সরকার যায়। কিন্তু ক্রীড়াঙ্গনের কোনো অগ্রগতি নেই। বরং খেলাধুলা এখন অন্ধকারে নিমজ্জিত। এ থেকে বের হতে দরকার যোগ্য সংগঠক। যারা ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ তাদেরই ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত।’
এ অঙ্গন থাকবে একেবারে রাজনীতিমুক্ত। অপমান সহ্য না করতে পেরে অনেক যোগ্য লোকই ক্রীড়াঙ্গন ছেড়ে গেছেন। তাদের আবার ফিরিয়ে আনতে হবে।’