বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগের প্রথম লেগ শেষ হলো। এখন দ্বিতীয় লেগের অপেক্ষা। এ রাউন্ডেই নির্ধারণ হবে শিরোপা। প্রথম লেগের উল্লেখযোগ্য দিক হচ্ছে সব ক্লাবই হারের খাতায় নাম লিখিয়েছে। কেউ অপরাজিত নেই। টানা আট ম্যাচ জয়ের পর শুক্রবার ঢাকা মোহামেডান হেরে যায় ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে; যা কেউ ভাবেনি। ইয়ংমেন্সের ঐতিহাসিক জয়ের পর বসুন্ধরা কিংস ৭ পয়েন্টে পিছিয়ে প্রথম লেগ শেষ করে। অন্যদিকে ঢাকা আবাহনীর ব্যবধান কমে যায় ২ পয়েন্ট। গতকাল জয় পেলে আবাহনীর পয়েন্ট দাঁড়াত ২২-এ। অর্থাৎ মোহামেডানের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে প্রথম লেগ শেষ করতে পারত। ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করল আবাহনী। গতকাল মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ছয়বারের চ্যাম্পিয়নরা গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। এ ড্রয়ে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে। ২৪ পয়েন্টে শীর্ষে মোহামেডান। বসুন্ধরা কিংসের অবস্থান ১৭ পয়েন্ট নিয়ে ৩-এ। ব্রাদার্স ও রহমতগঞ্জ যৌথভাবে ১৫ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে রহমতগঞ্জ চতুর্থ স্থানে রয়েছে। ব্যবধান যা-ই হোক শীর্ষ ৩-এ থাকা দলের মধ্যেই শিরোপা লড়াইয়ের সম্ভাবনা বেশি। দ্বিতীয় লেগে কী হয় দেখার বিষয়। ঢাকা আবাহনী শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গড়লেও ভালোই খেলছে। অনেকের ধারণা ছিল তারা সুবিধা করতে পারবে না। অথচ শিরোপা রেসে ভালোভাবেই টিকে আছে। তবে ব্রাদার্সের বিপক্ষে পয়েন্ট হারানোটা তাদের জন্য অস্বস্তিদায়ক বলা যায়। ৩ পয়েন্টের ম্যাচে ২ পয়েন্টে পিছিয়ে থাকাটা আহামরি কিছু না। ফকিরেরপুলের কাছে হেরে সাদা-কালো শিবিরে হতাশা বিরাজ করলেও আবাহনীর ড্রতে স্বস্তি এসেছে। কিংসও এখন ৩ পয়েন্টে পিছিয়ে আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দ্বিতীয় লেগে আবাহনীতে বিদেশির দেখা মিলবে। কিংস ছন্দ ফেরাতে বিদেশি ফুটবলারের পরিবর্তন ঘটাচ্ছে। দ্বিতীয় লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে ফর্টিস এফসি ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
মুন্সিগঞ্জে অনুষ্ঠিত এ ম্যাচে ব্রাদার্সও জিতলে সুবিধাজনক স্থানে চলে আসত। গোল ব্যবধানে তখন কিংস ৩-এ থাকত ঠিকই, কিন্তু দুই দলের পয়েন্ট দাঁড়াত ১৭। যাক, কেউ গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। তবে আবাহনীর আফসোস, একাধিক সুযোগ পেয়েও তারা জালে বল জড়াতে পারেনি। ফর্টিস ও ব্রাদার্সের সঙ্গে ড্র ও মোহামেডানের কাছে হেরে যায়। এদিকে বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে ফর্টিস এফসি ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। ৩৪ মিনিটে ইসা জালো গোলটি করেন। ১১ পয়েন্টে ফর্টিসের অবস্থান এখন ৬-এ। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে ১০-এ রয়েছে চট্টগ্রাম আবাহনী।