দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিপিএলের চলতি আসরে খেলছেন না। সরকারের পট পরিবর্তনের ফলে তিনি খেলার সুযোগ পাননি। তার পরও বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ বিপিএলে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারও বাঁ-হাতি স্পিনারের। ২০১৮-১৯ মৌসুমে ষষ্ঠ আসরে সাকিব ২৩ উইকেট নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের পক্ষে।