বাংলাদেশের ক্রিকেটে এই প্রথম কোনো ক্রিকেটার কোয়াড্রল সেঞ্চুরি করেছেন। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে গতকাল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুস্তাকিম হাওলাদার ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। টেস্ট, ওয়ানডে, টি-২০, লিস্ট ‘এ’, প্রথম শ্রেণির ক্রিকেটে মুস্তাকিমের আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার ব্যক্তিগতভাবে চার শ রানের ইনিংস খেলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে মুস্তাকিমের অপরাজিত ৪০৪ রানে ভর করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ৭৩৮ রানে হারিয়েছে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজকে। ম্যাচে মুস্তাকিম ও অধিনায়ক সোয়াদ পারভেজ ৪৫.১ ওভারে রেকর্ড ৬৯৯ রানের জুটি গড়েন। পারভেজ ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ১২৪ বলে ৩২ চার ও ১৩ ছক্কায়। ম্যাচসেরা মুস্তাকিম ৪০৪ রান করেন ১৭০ বলে। তার ইতিহাসগড়া ইনিংসটিতে ছিল ৫০টি চার ও ২২টি ছক্কা। স্কুল ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ভারতের প্রণব ধানাবাদের। কেসি গান্ধী স্কুলের পক্ষে আরইয়া স্কুল গুরুকুলের বিপক্ষে প্রণব ১০০৯ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন ৩২৭ বলে ১২৯ চার ও ৫৯ ছক্কায়। গতকাল স্কুল ক্রিকেটে মুস্তাকিম-পারভেজ জুটির ৬৯৯ রানে ভর করে ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করে। ৭৭১ রানের জবাবে ১১.৪ ওভারে ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরি। সেন্ট গ্রেগরিকে গুঁড়িয়ে দেন হাসান হৃদয়, ১১ রানের খরচে নেন ৬ উইকেট। সোয়াদ পারভেজ নেন ১৬ রানের খরচে ৪ উইকেট।
শিরোনাম
- রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন চীনারা, অভিযোগ জেলেনস্কির
- পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক
- নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচালের ষড়যন্ত্র চলছে : প্রিন্স
- পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- 'পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি'
- ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘অন্তর্বর্তী সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে’
- টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার
- পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গ্রেফতার
- আইপিএলে আজ থাকবেনা চিয়ারলিডার, বন্ধ আতশবাজি
- সীমান্তের সব ভিডিও সত্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে : রুমিন ফারহানা
- 'থালা আছেন, কামব্যাক শুধু সময়ের অপেক্ষা'
- প্রথম বাংলাদেশি হিসেবে মিরাজের রেকর্ড
- কালের কণ্ঠের সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিএমএসএফের
- যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি করছে, অভিযোগ চীনের
- কাশ্মীরে ভয়াবহ বন্দুক হামলা নিয়ে যা বললেন সালমান খান
- ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের যে অভিনেতা!
- শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠনের ঘোষণা