বাংলাদেশের ক্রিকেটে এই প্রথম কোনো ক্রিকেটার কোয়াড্রল সেঞ্চুরি করেছেন। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে গতকাল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুস্তাকিম হাওলাদার ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। টেস্ট, ওয়ানডে, টি-২০, লিস্ট ‘এ’, প্রথম শ্রেণির ক্রিকেটে মুস্তাকিমের আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার ব্যক্তিগতভাবে চার শ রানের ইনিংস খেলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে মুস্তাকিমের অপরাজিত ৪০৪ রানে ভর করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ৭৩৮ রানে হারিয়েছে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজকে। ম্যাচে মুস্তাকিম ও অধিনায়ক সোয়াদ পারভেজ ৪৫.১ ওভারে রেকর্ড ৬৯৯ রানের জুটি গড়েন। পারভেজ ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ১২৪ বলে ৩২ চার ও ১৩ ছক্কায়। ম্যাচসেরা মুস্তাকিম ৪০৪ রান করেন ১৭০ বলে। তার ইতিহাসগড়া ইনিংসটিতে ছিল ৫০টি চার ও ২২টি ছক্কা। স্কুল ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ভারতের প্রণব ধানাবাদের। কেসি গান্ধী স্কুলের পক্ষে আরইয়া স্কুল গুরুকুলের বিপক্ষে প্রণব ১০০৯ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন ৩২৭ বলে ১২৯ চার ও ৫৯ ছক্কায়। গতকাল স্কুল ক্রিকেটে মুস্তাকিম-পারভেজ জুটির ৬৯৯ রানে ভর করে ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করে। ৭৭১ রানের জবাবে ১১.৪ ওভারে ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরি। সেন্ট গ্রেগরিকে গুঁড়িয়ে দেন হাসান হৃদয়, ১১ রানের খরচে নেন ৬ উইকেট। সোয়াদ পারভেজ নেন ১৬ রানের খরচে ৪ উইকেট।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা