গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশের দলটি। গত বছর পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় এ ক্রিকেট টুর্নামেন্ট। এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ করেছে জিএসএল কর্তৃপক্ষ। আগামী ১০ জুলাই পাঁচটি দল নিয়ে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে এবারও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নুরুল হাসান সোহান, সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফুদ্দিনদের রংপুর রাইডার্স। টুর্নামেন্টের অন্য দলগুলো- গায়ানার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার হোবার্ট হ্যারিকেনস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্যাপিটালস ও নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্যাগস।
গ্লোবাল সুপার লিগের শিরোপা ধরে রাখার প্রত্যাশা নিয়েই মাঠে নামবেন নুরুল হাসান সোহানরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। ১৩ জুলাই রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ১৪ জুলাই হোবার্ট হ্যারিকেনস ও ১৬ জুলাই দুবাই ক্যাপিটালসের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর মাঠে নামবে ১৭ জুলাই। এ ম্যাচটি সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে।
প্লে-অফবিহীন এ টুর্নামেন্টে লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। দ্বিতীয় আসরের ফাইনাল ১৮ জুলাই। প্রতিটি ম্যাচের ভেন্যু, নির্দিষ্ট সময় ও সম্প্রচারসূচি পরে জানানো হবে বলে জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। গত বছর প্রথম আসরে হ্যাম্পশায়ার ও ভিক্টোরিয়ার কাছে প্রথম দুই ম্যাচ হেরেছিল রংপুর রাইডার্স। পরের দুই ম্যাচে গায়ানা ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে ওঠেন সোহানরা। শিরোপা নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে রংপুর রাইডার্স।