এগিয়ে থেকেও লিডস টেস্ট হেরেছিল ভারত। বেন ডাকেটের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। হারলেও টেস্টটির উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় উইকেটরক্ষক ঋশাভ পন্থ। বার্মিংহাম টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। অধিনায়ক শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে ভারত ৩৩৬ রানের পর্বতসমান ব্যবধানে হারায় স্বাগতিক ইংল্যান্ডকে। লর্ডস টেস্টে ইংল্যান্ড জিতে যায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে। প্রথম ইনিংসে উভয় দল ৩৮৭ রান করেছিল। টেস্টের প্রথম ইনিংসে দুই দলের স্কোর সমান, ১৪৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে যা বিরল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ১৯২ রানে। ১৯৩ রানের টার্গেটে গিলের ভারত একপর্যায়ে ১৪৭ রানে ৯ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ জুটি গড়ে তোলেন। দুজনে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে।
দলীয় ১৭০ রানে মোহাম্মদ বশিরের অফ স্পিনটাকে পেছনের পায়ে ডিফেন্স করেছিলেন সিরাজ। কিন্তু দুর্ভাগ্য, বলটি গড়িয়ে উইকেটে আঘাত করে। বেলস পড়ে যায়। আউট। ভারত হেরে যায় ২২ রানে। ম্যানচেস্টারে আজ শুরু হবে ৫ টেস্ট ম্যাচের চতুর্থটি। পঞ্চম টেস্ট ওভালে শুরু হবে ৩১ জুলাই।