ক্রিকেট মাঠে অভূতপূর্ব এক ঘটনাই দেখল সারা দুনিয়া। চ্যাম্পিয়ন দল মঞ্চে উদ্যাপন করছে ট্রফি ছাড়া। কাল্পনিক ট্রফি নিয়ে এশিয়া কাপজয়ী ভারতের উল্লাস ছিল বেশ দৃষ্টিকটু। এমন কিছু আগে কখনো হয়নি। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ার সেরা হয়েছে ভারত। এর পর বিজয়ী দলের হাতে প্রথা অনুযায়ী ট্রফি দেওয়ার কথা। এখানেই দেখা দেয় বিপত্তি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ট্রফি দেওয়ার কথা ছিল মহসিন নকভির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারত নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এমনকি তিনি মঞ্চে থাকলেও ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। এরপর চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি না দিয়েই অতিথিরা মঞ্চ ছেড়ে যান। ভারতীয়রা মঞ্চে গিয়ে ট্রফি ছাড়াই উদ্যাপন করে। এ ঘটনা ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দানেও প্রভাব ফেলে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। পাল্টা প্রতিক্রিয়া জানান নকভিও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই-ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের!’ এর জবাবে পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি লিখেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’ চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা হামলা করে। পরে এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হস্তক্ষেপে সেই যুদ্ধ বন্ধ হলেও তার রেশ কাটেনি এখনো। এমনকি ক্রিকেট মাঠেও দেখা গেছে যুদ্ধের ছায়া। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাতই মেলাননি ক্রিকেট সভ্যতা ভুলে গিয়ে!