আইপিএলে সাকিবের কলকাতা নাইট রাইডার্স জিতেই চলেছে। গতকাল কলকাতা ইডেন গার্ডেনে তারা ৮ উইকেটে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান সংগ্রহ করে। সুরেশ রায়না ৫২ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন। সাকিব ৪ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরে অবশ্য ব্যাট হাতে দারুন খেলেছেন। ২১ বলে দুই ছক্কা ও ৬ বাউন্ডারি মেরে অপরাজিত ৪৬ রান করেন। কলকাতা শেষ পর্যন্ত ২ ওভার হাতে রেখে ২ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।