আগের ফর্মে নেই আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। তবে সম্প্রতি তিনি ভক্ত ও সমর্থকদের আশ্বাস দিয়েছেন আগের অবস্থানে ফেরার। আশা রয়েছে যখন দলের সবার সঙ্গে মিলিত হবেন, তখন পুরনো সেই ছন্দ ফিরে আসবে।
শেষ হওয়া মৌসুমে মেসি জ্বলে উঠতে পারেননি। জাতীয় দলের হয়ে ব্রাজিল বিশ্বকাপে জ্বলে উঠবেন এই প্রত্যয় ব্যক্ত করেছেন চারবারের ব্যালন ডি'অর জয়ী।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স এয়ারপোর্টে মেসি বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, 'আমি যখন জাতীয় দলের সঙ্গে যোগ দেব তখন পরিবেশটা অন্যরকম থাকবে। অতীতে বেশিরভাগ সময় আমি এই পরিবেশ থেকে বার্সেলোনায় ফিরে ভালো খেলেছি। এখন আমি এর বিপরীত আশা করছি।'
২৬ বছর বয়সী মেসি নিজ শহর রোজারিওতে ফিরেছেন। আগামী সোমবার এজেইজাতে আলেসান্দ্রো সাবেলার আর্জেন্টিনা শিবিরে অনুশীলনের জন্য যোগ দেবেন তিনি।