নাজাম শেঠিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির একটি নিম্ন আদালত শেঠির স্থলে জাকা আশরাফকে বসানোর চারদিন পরই সুপ্রিম কোর্ট এমন আদেশ দিয়েছেন। সরকারের এক আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ এ আদেশ দেন।
গত শনিবার ইসলামাবাদ হাইকোর্ট জাকা আশরাফকে পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেন। নওয়াজ ফেব্রুয়ারিতে এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
সুপ্রিম কোর্ট হাইকোর্টের এ আদেশকে আজ স্থগিত করে দেন। আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে কোর্ট জানান।