ব্রাজিল বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফুটবল দলের নেতৃত্ব দেবেন মাইল জেডিনাক। বুধবার ক্রিস্টাল প্যালেসের এই মিডফিল্ডারকে বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।
ইকুয়েডরের বিপক্ষে গত প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন জেডিনাক। তার ওপরই আস্থা রেখেছেন কোচ আনগে পসতেকোগলু।
জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচ খেলা জেডিনাকের ওপর দায়িত্বও অনেক। অস্ট্রেলিয়ার মাঝমাঠকে ধরে রাখতে হবে তাকে। সেই সঙ্গে রক্ষা করতে হবে অপেক্ষাকৃত অনভিজ্ঞ রক্ষণভাগকে।
অস্ট্রেলিয়াকে ২০১০ সালের বিশ্বকাপে নেতৃত্ব দেয়া লুকাস নেইলকে এবার দলেই রাখেননি কোচ।
ব্রাজিলের উদ্দেশে রওনা দেয়ার আগে আগামী সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে আছে গতবারের ফাইনালের দুই দল নেদারল্যান্ডস ওস্পেন এবং চিলি।