ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার গ্রুপ খুব সহজ নয়। আবার খুব কঠিনও নয়। এফ গ্রুপে আর্জেন্টিনা, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের মুখোমুখি হবে সুপার ঈগলরা। একমাত্র আর্জেন্টিনাকেই সমীহ করতে পারে নাইজেরিয়া। বসনিয়া ও ইরানের সঙ্গে জিতেই পারে তারা। এই হিসেবে হয়ত গ্রুপপর্ব পাড়ি দিবে আফ্রিকানরা। কিন্তু তাই বলে সরাসরি সেমিফাইনাল! আফ্রিকার কোনো দলই এতদিন যা পারেনি, তাই করে দেখাতে চাইছে নাইজেরিয়া! গোলরক্ষক ভিনসেন্ট এনিয়ামা তাই বললেন। তার মতে, ব্রাজিল বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে নাইজেরিয়া। 'চার বছর আগে ঘানা সেমিফাইনালে পৌঁছেই গিয়েছিল। আমরা এবার আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার জন্যই ব্রাজিল যাব।' ফিফা ডট কমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এনিয়ামা। নাইজেরিয়ার জন্য সেমিফাইনাল বেশ কঠিনই হবে। গ্রুপ পর্ব পাড়ি দিতে পারলে দ্বিতীয় রাউন্ডে তাদেরকে মুখোমুখি হতে হবে ফ্রান্স, সুইজারল্যান্ড কিংবা ইকুয়েডরের। এই বাধা ভাগ্যক্রমে অতিক্রম করলেও কোয়ার্টার ফাইনালেই দেখা হবে বিশ্বকাপের ফেবারিট জার্মানি অথবা পর্তুগালের সঙ্গে। অবশ্য রাশিয়া কিংবা বেলজিয়ামও হতে পারে নাইজেরিয়ার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ। কিছুদিন আগেই এনিয়ামা প্রথম নাইজেরিয়ান ফুটবলার হিসেবে জয় করেছেন মার্ক ভিভিয়েন ফো অ্যাওয়ার্ড। এই পুরস্কার বিশ্বকাপে এনিয়ামাকে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন তিনি। 'এটা একটি চমৎকার ট্রফি। আমি সত্যিই দারুণ খুশি। একজন মহান তারকার নামের এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে। মার্ক ভিভিয়েন সফলতার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। আমি মনে করি এই পুরস্কার বিশ্বকাপে আমাকে অতিরিক্ত শক্তি জোগাবে।'