একেই বলে 'মড়ার উপর খাঁড়ার ঘা'। এমনিতেই সাধারণ মানুষের আন্দোলনে দিশেহারা ব্রাজিল সরকার। বিশ্বকাপে কোনো বিপত্তি ঘটে কিনা তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কর্তৃপক্ষের। এবার ধর্মঘট ডেকেছে ব্রাজিলীয় পুলিশ। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের ২৪টি প্রদেশে কাল থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে। যার মধ্যে ছয়টি প্রদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। এর আগেও একবার ধর্মঘট ডেকেছিল পুলিশ। বিশ্বকাপ শুরু বাকি আর মাত্র ২১ দিন। এমন সময় পুলিশের ধর্মঘট পর্যটকদের আতঙ্ক বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে। এই ধর্মঘটের কারণে আধা-সরকারি পুলিশ বাহিনীর ৭০ শতাংশ কাজ থেকে বিরত থাকবে। ভালো বেতন এবং সুন্দর কাজের পরিবেশ সৃষ্টির ব্রাজিল জুড়ে বেশ কয়েক দফা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গত সপ্তাহে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা মিলিটারি পুলিশও উত্তরাঞ্চলীয় রাজ্য পেরনামবাকোতে আংশিক ধর্মঘট পালন করেছে। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। তবে যত আন্দোলনই হোক না কেন, তার প্রভাব বিশ্বকাপের ভেন্যুতে পড়বে বলে বিশ্বকাপের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা বলেছেন। তিনি জানান, টুর্নামেন্ট চলাকালে কোনো ধর্মঘট চললেও যেকোনো ধরনের আকস্মিক ঘটনা মোকাবিলার জন্য তাদের পরিকল্পনা রয়েছে। ব্রাজিলের বিচারমন্ত্রী হোসে এডুয়ার্ডো কার্ডোজো পুলিশের ধর্মঘট পালন সম্পর্কে সুপ্রিম কোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, 'পুলিশের ধর্মঘট পালন বেআইনি ও সংবিধান বিরোধী। দেশের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। তাই আশা করি, বিশ্বকাপের সময় তারা ধর্মঘট পালন থেকে বিরত থাকবেন।'