ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন চিলির মিডফিল্ডার মার্টিয়াস ফার্নান্দেজ। গত সপ্তাহে ৩০ জনের প্রাথমিক দল থেকে তিনজনকে বাদ দিয়ে ২৭ জনের দল ঘোষণা করা হয়েছিল। কোচ জর্জ সাম্পাওলিসের বিবেচনায় ছিলেন ২৮ বছর বয়সী ফার্নান্দেজ। গোড়ালির চোটের কারণে তিনি নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন। ২০১০ সালে বিশ্বকাপে চিলির হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। গত পরশু এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'এটা খুবই দু:খজনক, কিন্তু ইনজুরি নিয়ে বিশ্বকাপে যাওয়াটা ঠিক হতো না। তাই আমি নাম প্রত্যাহার করে নিয়েছি।'