বিশতম বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে কি? এ ব্যাপারে ফ্রান্সের সাবেক অধিনায়ক মিশেল প্লাতিনি বলেন, শক্তির বিচারে আমি বলব শিরোপা লড়াই পুরনোদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নতুনদের মধ্যে একমাত্র সম্ভাবনা দেখছি পর্তুগালকে ঘিরেই। কিন্তু তাও সম্ভব হবে বলে মনে করি না। কারণ তাদের দলে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া মানসম্পন্ন খেলোয়াড় দেখছি না। সে ক্ষেত্রে ছেলেটা একা আর কত করবে, বড় জোর নকআউট পর্বে যাবে।
রিবেরির শেষ বিশ্বকাপ
ফ্রান্সের সুপারস্টার ফ্রাঙ্ক রিবেরি ঘোষণা দিয়েছেন, এবারের ব্রাজিল বিশ্বকাপই তার ফুটবল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বায়ার্ন মিউনিখের এই তারকা ২০১৬ সালে ইউরো কাপে ফ্রান্সের হয়ে খেলবেন বলেও জানিয়েছেন। ২০০৬ সালের বিশ্বকাপেই রিবেরি সবার নজরে আসেন। জিনেদিন জিদানের পাশাপাশি তার পায়ের জাদুও ফুটবলপ্রেমীদের অবাক করে দেয়। রিবেরির বয়স এখন ৩১। পরের বিশ্বকাপে হবে ৩৫। রিবেরি মনে করেন, তখন বিশ্বকাপের মতো বড় আসরে খেলার ফিটনেস তার নাও থাকতে পারে। আরটিএল নামক এক রেডিওর সঙ্গে কথা বলার সময় রিবেরি বলেন, 'এটাই হবে আমার শেষ বিশ্বকাপ।' ব্রাজিলে ফ্রান্সের লক্ষ্য কি, এমন প্রশ্নে তিনি বলেন, 'কিছু অর্জন করতেই আমাদের সেখানে যেতে হবে। এটা খুবই স্বাভাবিক যে বিশ্বকাপ শিরোপা জয়ের চেষ্টাই আমরা করব।