গতবারের চ্যাম্পিয়নরা এ বছর সব ম্যাচ হেরেই যাবে, এমনটা তো ভাবাও উচিৎ নয়। কিন্তু আইপিএল সেভেনে ঘুরে দাঁড়াতে যে একটু বেশিই দেরি করে ফেলল নীতা আম্বানির দল।
বুধবার ফলাফল দেখে যে কোনও মুম্বই সমর্থকই মাথা চাপড়াবেন, যে এই ফর্মটা এতদিন কোথায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যানদের। লিগ টেবলে এক নম্বরে থাকা দলকে যেভাবে এদিন ৭ উইকেটে হেলায় হারাল গতবারের চ্যাম্পিয়নরা, তাতে সমর্থকদের বিলাপ করাটাই স্বাভাবিক।
এদিনের জয়ের নায়ক অবশ্য একজনই। তিনি লেন্ডল সিমন্স। ক্যারিবিয়ান এই ওপেনারটি এদিন সন্দীপ শর্মা, হেনড্রিক্সদের পিটিয়ে যেভাবে একাই ম্যাচ জেতালেন, তা সত্যি প্রশংসনীয়। তার অপরাজিত শতরান এল মাত্র ৬১ বলে। তার এই ইনিংসটি সাজানো ১৪টি চার এবং ২টি ছক্কায়।
আইপিএল সেভেনে এদিনই প্রথমবার মোহালিতে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন সেহওয়াগ-বেইলিরা। এতদিন প্রায় সব ম্যাচেই বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর এদিন ঘরের মাঠের দর্শকদের আরও একটা দারুণ জয় উপহার দিতে চেয়েছিলেন কিংস ইলেভেন ক্রিকেটাররা। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিলেন সিমন্স। তার সেঞ্চুরির জন্য বাকিদের এদিন সেভাবে রান করার প্রয়োজনই হয়নি।
১৫৭ রানের টার্গেট অনায়াসে এক ওভার বাকি থাকতেই তুলে নেয় মুম্বই। পাশাপাশি রোহিতরা এদিন জেতায় লিগ টেবলে কোন দল শেষপর্যন্ত কোন স্থানে শেষ করবে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।