বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে চারজনকে বাদ দিয়েছেন আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। পরশু দেশটির ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। এখন রয়েছে ২৬ সদস্যের দল। তবে ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত হবে ২৩ সদস্যের। তাই ২ জুনের মধ্যে বাদ দিতে হবে আরও তিনজনকে। অনুশীলন ক্যাম্প শুরু আগে সাবেলা রক্ষণভাগের খেলোয়াড় লিসান্দ্রো লোপেজ এবং গাব্রিয়েল মার্সেডো এবং মিডফিল্ডার ফ্যাবিয়ান রিনাডু এবং স্ট্রাইকার ফ্রাঙ্কো ডি সান্টোকে দল থেকে বাদ দিয়েছে। এবার আর্জেন্টিনা এফ গ্রুপে আফ্রিকা নেশনস কাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া এবং প্রথমবারের মত বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া বসনিয়া ও ইরানের বিপক্ষে খেলবে। ২৬ সদস্যের আর্জেন্টিনা দল
গোলরক্ষক : মারিয়ানো আন্দুজার, সার্জিও রোমেরো ও অগাস্টিন ওরিয়ন।
ডিফেন্ডার : গুগো কমপেগনারো, ফেড্রিকো ফার্নান্দেজ, পাবলো জাবালেটা, ইজিকুইয়েল গ্যারে, মার্কোস রোজো, হোসে বসন্ত, নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস।
মিডফিল্ডার : জাবিয়ার মার্সেরানো, হোসে সোসা, অগাস্টো ফার্নান্দেজ, রিকি আলভারেজ, লুকাস বিগলিয়া, ইভর বানেগা, ফার্নান্দো গগো, ম্যঙ্গি রড্রিগুয়েজ, এনজো প্যারেজ।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রড্রিগো প্যালাসিও, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, ইজাকুইল লাভেজ্জি।