আবারও সাকিবের ব্যাটে ঝড়। মাত্র ৩৮ বলে ৬০ রান করেন দেশসেরা এই অলরাউন্ডার। ঘরের মাঠ ইডেন গার্ডেনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩০ রানে হারিয়ে প্লে-অফে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। টানা ষষ্ঠ জয় এটি। ১৩ ম্যাচে ৮ জয়ে শাহরুখ খানের দল এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। আগের ম্যাচেও চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৬ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন সাকিব। তবে ওই ম্যাচে মাত্র ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি না হলেও এ ম্যাচে ঠিকই তা আদায় করে নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। সাকিব শুধু নাইটদের জয়ই এনে দেননি, কলকাতাবাসীর মনও জয় করে নিয়েছেন। সাকিব যখন একের পর ছক্কা হাঁকাচ্ছিলেন তখন গ্যালারি এক দর্শক একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরছিলেন, যাতে লেখা ছিল 'সাকিব তুমি কলকাতার হিরো'।
কাল টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ৫৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে নাইটরা। কিন্তু সাকিব আল হাসান উইকেটে যাওয়ার পর খেলার গতি পাল্টে যায়। শক্ত হাতে বোলারদের শাসন করতে থাকেন। ১৫তম ওভারে ব্যাঙ্গালুরুর বোলার কাহাল ওভার থেকে ২৪ রান আদায় করে দেন সাকিব। আউট হওয়ার আগে রবিন উত্থাপার সঙ্গে গড়েন ১২১ রানের দারুণ এক জুটি। ৪ উইকেটে ১৯৫ রান করে কলকাতা। সাকিব ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে করেন ৬০ রান। ৫১ বলে অপরাজিত ৮৩ করেছেন উত্থাপা। কাল ম্যাক্সওয়েলকে টপকে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নাইটদের এই ওপেনার। তার মোট রান ৫৭২, ম্যাঙ্ওয়েল ৫৩৩। ১৯৬ রানের বিশাল টার্গেট সামনে রেখে খেলতে নেমে ১৬৫ রানের বেশি করতে পারেনি ব্যাঙ্গালুরু। সর্বোচ্চ ৪৫ রান এসেছে তাকাওয়ালের ব্যাট থেকে। অধিনায়ক কোহলি করেছেন ৩৮ রান। সুনীল নারাইন মাত্র ২০ রানে নিয়েছেন চার উইকেট। সাকিব বল হাতে ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৭ রান।