আগের ম্যাচে ১০ জন শেখ জামালের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি ঢাকা আবাহনী। ওই ম্যাচে ৬০ মিনিটে জামালের লিংকনকে লালকার্ড দেখিয়ে রেফারি বের করে দেন। এরপরও বাকি ৩০ মিনিটে ১০ জনের শেখ জামালের বিপক্ষে আবাহনী গোলশূন্য ড্র করেছিল। গতকাল নিটল টাটা পেশাদার ফুটবল লিগে আবাহনী মুখোমুখি হয় শেখ রাসেলের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ১৯ মিনিটেই ঘটে অঘটন। আবাহনীর সৈকত প্রতিপক্ষের প্যাসলেকেলের চুল টানেন। আর এতেই প্যাসকেল ক্ষুব্ধ হয়ে সৈকতকে ঘুষি মারেন। ব্যস্ রেফারি আর দেরি করেননি সরাসরি লালকার্ড দেখিয়ে শেখ রাসেলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় প্যাসকেলকে বের করে দেন। রেফারির এ সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না শেখ রাসেল। তাই আট মিনিট খেলা বন্ধ ছিল। ঘরোয়া আসরে শেখ রাসেলের এবার মওসুমটা যাচ্ছেতাই হচ্ছে। অথচ কলম্বোতে এএফসি প্রেসিডেন্ট কাপ বাছাইপর্বে খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। আর শেখ রাসেলের লঙ্কা জয়ের অন্যতম নায়ক ছিলেন প্যাসকেল। সত্যি বলতে এ হাইতিয়ান ছাড়া শেখ রাসেল অচলই বলা যায়। অথচ প্রায় ৭০ মিনিটের লড়াইয়ে ১০ জন শেখ রাসেলকে হারাতে পারল না আবাহনী। গোলশূন্য ড্র করে শিরোপা লড়াই থেকে তারা আরও পিছিয়ে পড়ল।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মোডামেডান ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে।