ডেভিড মোয়েস চূড়ান্ত ব্যর্থ হওয়ায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হয়ে গিয়েছিলেন। এবার অন্য বিতর্কে জরিয়ে পড়লেন ম্যান ইউ-র প্রাক্তন ম্যানেজার। একটি বারে গিয়ে হাতাহাতি করায় পুলিশ তদন্তে নেমে পড়েছে।
বুধবার ল্যাঙ্কাশায়েরের একটি বারে গিয়ে মদ্যপান করার সময় ২৩ বছরের একটি ছেলের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন মোয়েস। রাত তখন দশটা। বারে মারামারি করার ঘটনায় দু’জনের কারোরই চোটআঘাত লাগেনি। হাসপাতালেও স্থানান্তর করতে হয়নি কাউকেই।