ভালো খেলার প্রতিশ্রুতি দেওয়া যায়। কিন্তু এশিয়ান গেমসে পদক জিতে আসব, এ কথা বলব না। বললে মিথ্যা আশ্বাস দেওয়া হবে। কথাগুলো বলছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। সেপ্টেম্বরে কোরিয়ায় পর্দা উঠছে ১৭তম এশিয়ান গেমসের। বাংলাদেশ ১২টি ইভেন্টে অংশ নিচ্ছে। গেমসে জনপ্রিয় দলীয় খেলা ফুটবলে বাংলাদেশও লড়বে। দুই সপ্তাহর বেশি সময় ধরে দুই ডাচ্ কোচ লোডডিক ক্রুইফ ও রেনে কোস্টারের প্রশিক্ষণে দলের প্রস্তুতি চলে। তিন প্রীতি ম্যাচে পারফরম্যান্স যাচাই করে গতকাল ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। দলের ম্যানেজার, হেড কোচ, দুই সহকারী কোচ হিসেবে আরও চারজন সফরসঙ্গী হচ্ছেন। এশিয়ান গেমস অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের জন্যই সীমাবদ্ধ। কিন্তু এএফসির নিয়ম অনুযায়ী তিনজন সিনিয়র অর্থাৎ মূল জাতীয় দলের খেলোয়াড় খেলতে পারবেন। সে লক্ষ্যে মামুনুল ইসলাম, আতিকুর রহমান মিশু ও জার্মানপ্রবাসী জামাল ভূইয়াকে রাখা হয়েছে। বাফুফে যদিও অধিনায়কের নাম ঘোষণা করেনি। কিন্তু মামুনের নেতৃত্বেই বাংলাদেশ এশিয়ান গেমসে নামবে, তা অনেকটাই নিশ্চিত। কেননা দলে তিনিই সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ ফুটবলার।
এবার এশিয়ান গেমসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সিদ্ধান্ত ছিল ২১টি ইভেন্টে অংশ নেওয়ার। পরে সিদ্ধান্ত নেওয়া হয় যেসব ইভেন্টে পদক জেতা বা ভালো করার সম্ভাবনা নেই তারা যেতে পারবে না। অর্থাৎ ৯টি ইভেন্ট বাদ দেওয়া হয়। এর মধ্যে গেমসের মূল আকর্ষণ অ্যাথলেটিকস ও সাঁতার রয়েছে। ফুটবলে পদক জেতার সম্ভাবনা না থাকলেও জনপ্রিয়তার কথা চিন্তা করে গেমসে পাঠানো হচ্ছে। এ নিয়ে ফুটবলারদের কিছুটা চিন্তা থাকার কথা। পদক না আসুক, প্রতি ম্যাচে যদি শোচনীয় হারের মুখ দেখে তাহলে কঠিন সমালোচনার সম্মুখীন হবে। অনেকে হয়তো বা তিরস্কার করে বলতে পারেন জেনেশুনেই দেশের ভাবমূর্তি নষ্ট করা হলো। এ নিয়ে কথা হচ্ছিল মামুনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘দেখেন এশিয়ান গেমসে ফুটবলে এশিয়ার শক্তিশালী দেশগুলো অংশ নেবে। এখানে আমাদের হারানো বা হতাশার কিছু নেই। বড় বড় দল প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে। কারণ তাদের লক্ষ্য স্বর্ণ বা অন্য দুটি পদক জয়। আমরা কেন, শক্তির বিচারে সার্কভুক্ত কোনো দেশের পদক জেতার সম্ভাবনা নেই। তবে এতটুকু প্রতিশ্র“তি দিতে পারি, যে প্রস্তুতি চলছে তাতে ভালো খেলব। আবারও বলছি, ভালো মানে এই নয় যে পদক জিতব। ধরুন আমাদের গ্রুপে যদি জাপান বা দক্ষিণ কোরিয়া থাকে তাহলে তো জয় বা ড্রর সম্ভাবনা ক্ষীণ বলা যায়। আমাদের লক্ষ্য থাকবে লড়াই করে হারার। হ্যাঁ, যদি সমমানের প্রতিপক্ষ পেয়ে যাই তাহলে অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের। তবে জিতবই, এ ধরনের নিশ্চয়তা দিতে পারি না। কেননা ফুটবলও এখন ক্রিকেটের মতো অনিশ্চয়তার খেলায় পরিণত হয়েছে। তা না হলে বিশ্বকাপে অচেনা অজানা কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে উঠবে কেন কিংবা ইরানকে হারাতে মেসিদের এত ঘাম ঝরাতে হবে কেন? তাহলে অনেকে হয়তো বলতে পারেন দক্ষিণ কোরিয়া তো আমাদের কাছে হারতে পারে। হতে পারে, তবে তা হবে অঘটন। আর এমন অঘটনের আকাশকুসুম চিন্তা করে তো আর দেশবাসীকে মিথ্যা আশ্বাস দিতে পারি না। ক্রুইফ ও রেনে কোস্টার বারবার একটা কথাই বলছেন, তোমাদের জিততেই হবে, তা নিয়ে টেনশন করবে না। তাহলে পুরো ম্যাচই এলোমেলো হয়ে যাবে। প্রতিদ্বন্দ্বিতার টার্গেট নিয়ে নামবে দেখবে লড়াই করতে পারবে। একটা কথা কী, এশিয়ান গেমসে আমরা কিছু পাব না ঠিকই, কিন্তু এ প্রস্তুতি ফুটবলারদের দারুণ উপকারে আসবে। সামনে এসএ গেমস ও অলিম্পিকের প্রাক-বাছাই পর্ব রয়েছে। এটা সেখানে কাজে লাগানো যাবে। তা ছাড়া এ প্রস্তুতি থেকেই দেশ খুঁজে পেতে পারে নতুন কোনো তারকাকে।’
ফুটবলে চূড়ান্ত দল
আমিরুল ইসলাম বাবু (ম্যানেজার), লোডডিক ক্রুইফ (হেড কোচ), রেনে কোস্টার (সহকারী কোচ), সাইফুল বারী টিটু (সহকারী কোচ), শহিদুল আলম (গোলরক্ষক), রাসেল মাহমুদ লিটন (গোলরক্ষক), রায়হান হাসান (রক্ষণভাগ), কেষ্টকুমার বোস (রক্ষণভাগ), ইয়াসিন খান (রক্ষণভাগ), আতিকুর রহমান মিশু (রক্ষণভাগ), তপু বর্মণ (রক্ষণভাগ), ইয়ামিন আহমেদ মুন্না (রক্ষণভাগ), টুটুল হোসেন বাদশা (রক্ষণভাগ), জামাল ভূঞা (মধ্যমাঠ), সোহেল রানা (মধ্যমাঠ), মামুনুল ইসলাম মামুন (মধ্যমাঠ), আতিকুর রহমান (মধ্যমাঠ), মো. ইউসুফ সিফাত (মধ্যমাঠ), ওমর ফারুক (মধ্যমাঠ), হেমন্ত ভিনসেন্ট (আক্রমণভাগ), ওয়াহেদ আহমেদ (আক্রমণভাগ), জুয়েল রানা (আক্রমণভাগ)।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ভালো খেলার প্রতিশ্রুতি মামুনের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর