মীরাক্কেল কিছু না হলে হারের হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনাই নেই পাকিস্তানের। হার এড়াতে আজ শেষ দিন আরও ১৪৪ রান করতে হবে মিসবাহ-উল হকের পাকিস্তানকে। হাতে আছে ৩ উইকেট। কিন্তু সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডের উইকেটকে যেভাবে নিজের করে নিয়েছেন রঙ্গনা হেরাথ, যেভাবে রুদ্রমূর্তি ধারণ করেছেন, তাতে শ্রীলঙ্কার জয় অবধারিতই বলা যায়। এই টেস্টটি আবার মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্ট। টেস্ট শুরুর আগে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস জোরেশোরেই বলেছিলেন, কিংবদন্তির ক্রিকেটারকে বিদায় জানাবেন জয় উপহার দিয়ে। লঙ্কান অধিনায়কের কথা সত্য হওয়ার পথে। দ্বীপরাষ্ট্রকে প্রায় একাই জয় উপহার দিচ্ছেন বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। হেরাথের ঘূর্ণিতেই বিধ্বস্ত হয়ে পড়েছে পাকিস্তান।
প্রথম ইনিংসে ১২৭ রানে নিয়েছিলেন ৯ উইকেট। ২১৩৬ টেস্ট ইতিহাসে প্রথম বাঁ হাতি স্পিনার হিসেবে ৯ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন হেরাথ প্রথম ইনিংসে। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ইনিংসে নেন ৪৬ রানে ৪ উইকেট। এখন পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছেন ১৭৩ রানে ১৩ উইকেট। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে তার উইকেট সংখ্যা ২২টি। তিনি স্পর্শ করেছেন মুত্তিয়া মুরালিধরনের দুই টেস্ট ম্যাচ সিরিজের রেকর্ড। আজ একটি উইকেট নিলেই দুই টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন হেরাথ। এই বাঁ হাতি স্পিনার এখন পর্যন্ত এ বছর ৯ টেস্টে উইকেট নিয়েছেন ৫৫টি। কলম্বো টেস্টটি মাহেলার ক্যারিয়ারের শেষ টেস্ট। প্রথম ইনিংসে করেছিলেন ৪ রান। কাল ক্যারিয়ারের শেষ ইনিংসে খেললেন ৫৪ রানের ঝরঝরে ইনিংস।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩২০ রানের জবাবে পাকিস্তান থমকে দাঁড়ায় ৩৩২ রানে। পাকিস্তানকে ১২ রানের লিড দেন উইকেটরক্ষক আখতার সরফরাজ ১০৩ রানের ইনিংস খেলে। পিছিয়ে থেকে কুমার সাঙ্গাকারার ৫৯ ও মাহেলার ৫৪ রানে ভর করে স্বাগতিক শ্রীলঙ্কা ২৮২ রান করে দ্বিতীয় ইনিংসে। সফরকারীদের টার্গেট দেয় ২৭১ রানের। খেলতে নেমে হেরাথের ঘূর্ণিতে ১২৭ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করে পাকিস্তান।