প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফল সাকলাইন সজীব। বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৮২ রানে ৯ উইকেট নিয়ে অতিথিদের ২০৬ রানে বেধে রেখেছিলেন সাকলাইন। সুবিধাজনক অবস্থানে থেকেও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫ রানের লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬ উইকেট নিয়ে অতিথিদের মাত্র ১০৮ রানে বেধে রাখেন সাকলাইন। এই ইনিংসে লেগ স্পিনার জুবায়ের হোসেনের (৪/১৮) সহায়তা পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে কক্সবাজারে ১৩২ রানে ১৫ উইকেট নেন সাকলাইন।। এর আগে তার সেরা বোলিং ছিল ১১৩ রানে ১৩ উইকেট।
এই ম্যাচের আগে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন সাকলাইন। এতে ২১.৭০ গড়ে ২২৯ উইকেট নেন তিনি। ৫ উইকেট নেন ১৪ বার আর ১০ উইকেট দু'বার।
মাত্র ১০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল করেছে এক উইকেটে ৪৩ রান। শেষ দিনে জয় পেতে তাদের আরো ৬১ রান দরকার। হাতে আছে ৯ উইকেট।