জিম্বাবুয়ে ‘এ’র বিপক্ষে চারদিনের প্রথম ম্যাচটির ভেন্যু হওয়ার কথা ছিল খুলনা আবু নাসের স্টেডিয়ামের। কিন্তু কোচ চন্ডিকা হাতুরাসিংহের ইচ্ছায় হয়নি। তাই বিসিবি খেলাটি কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নেয়। কক্সবাজারে যা প্রথম বিদেশি কোনো দলের খেলা। আর তাতেই তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’। কাল তৃতীয়দিন উইকেটের পতন হয়েছে ১৮টি! আজ জয়ের জন্য স্বাগতিকদের দরকার ৬১ রান। হাতে আছে ৯ উইকেট।
ম্যাচের প্রথম দিনটি ছিল শুধুমাত্র বাঁ হাতি স্পিনার সাকলাইন সজিবের। ৮২ রানে ৯ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন সফরকারীদের। সাকলাইনের বিধ্বংসী বোলিংয়ে ২০৬ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। জবাবে ৩ উইকেটে ১৭২ রান তুলে দিন পার করেছিল স্বাগতিক ‘এ’। কাল খেলতে নেমে বাঁ হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ও লেগ স্পিনার মুতোমবুজির ঘূর্ণিতে ২১১ রানে গুটিয়ে যায় স্বাগতিক ‘এ’। মাসাকাদজা নেন ৬ উইকেট এবং মুতোমবুজি নেন ৪ উইকেট। ৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সফরকারীরা ফের সাকলাইনের ঘূর্ণিতে ৪৮.২ ওভারে ১০৮ রানে বিধ্বস্ত হয়। সাকলাইন ৫০ রানে ৬ উইকেট। সব মিলিয়ে ম্যাচে সাকলাইনের সংগ্রহ ১৩২ রানে ১৫ উইকেট।
যা বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড। আগের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাক রাজের ১৯৩ রানে ১৫ উইকেটে। ১০৪ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেট ৪৩ রান তুলে দিন পার করেছে সফরকারীরা। লিটন দাস ব্যাট করছেন ২৭ রানে।
প্রথম দুদিন যেখানে ১৩ উইকেটের পতন। সেখানে তৃতীয় দিনে ১৮ উইকেটের পতন! বিস্ময়কর। তাহলে উইকেটে বল নিচু হচ্ছে? নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কিন্তু বল নিচু হওয়ার কথা বললেন না, ‘বল গোড়ালির উচ্চতায় আসছে, তা নয়। বল আসছে ধীরে। ঘুরছেও। ড্রাইভ করতে কষ্ট হচ্ছে ব্যাটসম্যানদের। পুশ করলেই বল ক্যাচ হয়ে যাচ্ছে।’ উইকেটের এমন হাল, তাতে আজ শেষ দিন ৬১ রান করতে সফরকারী ‘এ’ কতটা ঘাম ঝড়াতে হয়, সেটাই বিবেচ্য বিষয়।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ‘এ’: ২০৫ ও দ্বিতীয় ইনিংস, ১০৮/১০, ৪৮.২ ওভার ( সাকলাইন সজিব ৬/৫০, জুবায়ের রহমান লিখন ৪/১৮)।
বাংলাদেশ ‘এ’: ২১১/১০, ১২০.৪ ওভার ( লিটন কুমার দাস ৫৪, রকিবুল হাসান ৪৩। মাসাকাদজা ৬/৬৫, মুতোমবোজি ৪/৩৮) ও দ্বিতীয় ইনিংস, ৪৩/১, ১৫ ওভার ( লিটন দাস ২৭*)।
শিরোনাম
- বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের সূচি
- ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
- কারাগারে থেকেই মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো
- ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ২০
- ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ৩
- স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি যুবরাজকে বন্ধু বললেন ট্রাম্প
- দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
আবারও সাকলাইন ম্যাজিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর