জিম্বাবুয়ে ‘এ’র বিপক্ষে চারদিনের প্রথম ম্যাচটির ভেন্যু হওয়ার কথা ছিল খুলনা আবু নাসের স্টেডিয়ামের। কিন্তু কোচ চন্ডিকা হাতুরাসিংহের ইচ্ছায় হয়নি। তাই বিসিবি খেলাটি কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নেয়। কক্সবাজারে যা প্রথম বিদেশি কোনো দলের খেলা। আর তাতেই তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’। কাল তৃতীয়দিন উইকেটের পতন হয়েছে ১৮টি! আজ জয়ের জন্য স্বাগতিকদের দরকার ৬১ রান। হাতে আছে ৯ উইকেট।
ম্যাচের প্রথম দিনটি ছিল শুধুমাত্র বাঁ হাতি স্পিনার সাকলাইন সজিবের। ৮২ রানে ৯ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন সফরকারীদের। সাকলাইনের বিধ্বংসী বোলিংয়ে ২০৬ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। জবাবে ৩ উইকেটে ১৭২ রান তুলে দিন পার করেছিল স্বাগতিক ‘এ’। কাল খেলতে নেমে বাঁ হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ও লেগ স্পিনার মুতোমবুজির ঘূর্ণিতে ২১১ রানে গুটিয়ে যায় স্বাগতিক ‘এ’। মাসাকাদজা নেন ৬ উইকেট এবং মুতোমবুজি নেন ৪ উইকেট। ৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সফরকারীরা ফের সাকলাইনের ঘূর্ণিতে ৪৮.২ ওভারে ১০৮ রানে বিধ্বস্ত হয়। সাকলাইন ৫০ রানে ৬ উইকেট। সব মিলিয়ে ম্যাচে সাকলাইনের সংগ্রহ ১৩২ রানে ১৫ উইকেট।
যা বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড। আগের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাক রাজের ১৯৩ রানে ১৫ উইকেটে। ১০৪ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেট ৪৩ রান তুলে দিন পার করেছে সফরকারীরা। লিটন দাস ব্যাট করছেন ২৭ রানে।
প্রথম দুদিন যেখানে ১৩ উইকেটের পতন। সেখানে তৃতীয় দিনে ১৮ উইকেটের পতন! বিস্ময়কর। তাহলে উইকেটে বল নিচু হচ্ছে? নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কিন্তু বল নিচু হওয়ার কথা বললেন না, ‘বল গোড়ালির উচ্চতায় আসছে, তা নয়। বল আসছে ধীরে। ঘুরছেও। ড্রাইভ করতে কষ্ট হচ্ছে ব্যাটসম্যানদের। পুশ করলেই বল ক্যাচ হয়ে যাচ্ছে।’ উইকেটের এমন হাল, তাতে আজ শেষ দিন ৬১ রান করতে সফরকারী ‘এ’ কতটা ঘাম ঝড়াতে হয়, সেটাই বিবেচ্য বিষয়।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ‘এ’: ২০৫ ও দ্বিতীয় ইনিংস, ১০৮/১০, ৪৮.২ ওভার ( সাকলাইন সজিব ৬/৫০, জুবায়ের রহমান লিখন ৪/১৮)।
বাংলাদেশ ‘এ’: ২১১/১০, ১২০.৪ ওভার ( লিটন কুমার দাস ৫৪, রকিবুল হাসান ৪৩। মাসাকাদজা ৬/৬৫, মুতোমবোজি ৪/৩৮) ও দ্বিতীয় ইনিংস, ৪৩/১, ১৫ ওভার ( লিটন দাস ২৭*)।
শিরোনাম
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
আবারও সাকলাইন ম্যাজিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর