গুঞ্জনটা চলছিল অনেক দিন আগে থেকেই। অবশেষে তা সত্যি হলো। আবারও সেরা তারকা শহীদ আফ্রিদি পাকিস্তানের টি-২০ অধিনায়ক। মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মোহাম্মদ হাফিজ।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন আফ্রিদি। সেবার সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় তারা। কিন্তু দলীয় পারফরম্যান্স এবং আফ্রিদির ব্যক্তিগত নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। ২২ উইকেট নিয়ে তিনি ভারতের জহির খানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করেন। কিন্তু বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে দ্বন্দ্বের কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখনো পাকিস্তানের কোচ সেই ওয়াকারই। এ ব্যাপারে আফ্রিদি বলেন, 'এটা নতুন শুরু। আশা করছি ভালোই করব। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, আমি সফল হতে পারব।'