নির্বাচিত হলেন বিসিবির দুই সহসভাপতি। গত অক্টোবরে বোর্ডের নির্বাচন হলেও সহসভাপতির পদ দুটি ছিল শূন্য। গতকাল সেই শূন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিন প্রার্থী। সর্বোচ্চ ২১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহাবুবুল আনাম। আরেক সহসভাপতি আ জ ম নাছির উদ্দীন পেয়েছেন ১৭ ভোট। অপর প্রার্থী নাজিব আহমেদ পেয়েছেন মাত্র ৮ ভোট। ২৬ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ২৩ জন।
নির্বাচনে ভোট দিতে বিকাল ৫টায় হেলিকপ্টারে চড়ে মিরপুর স্টেডিয়ামে আসেন পাবনার কাউন্সিলর ও বিসিবি পরিচালক সাইফুর রহমান স্বপন। স্বপনের হেলিকপ্টারে চড়ে ভোট দিতে আসার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক পরিচালকই। শোনা যায়, সভায় এক পরিচালক এ নিয়ে কটূক্তিও করেন তাকে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হওয়ার কথা বলেন। কিন্তু প্রকৃত অর্থে পরিবেশ ততটা শান্ত ছিল না। পরিচালকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি। কিন্তু ভোট নিয়ে চাপা ক্ষোভ ছিল। নির্বাচন যাতে না হয়, তা নিয়ে আগের রাতে পরিচালকরা গোপন এক বৈঠকে বসেছিলেন। সেখানে একজনকে সহসভাপতি রেখে বাকি দুজনের মধ্যে সমঝোতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি ছিল- দুই প্রার্থী নতুন। তাই ভাগাভাগি করে সহসভাপতি হওয়ার। কিন্তু একজন তা মানেননি। তিনি নির্বাচনের পক্ষেই সায় দেন। শেষ পর্যন্ত গতকাল নির্বাচন হয়। তাতে ভোট দেন ২৩ পরিচালক। উপস্থিত থেকেও ভোট দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি শেখ সোহেল ও আহমেদ ইকবাল হাসান। অনলাইনে ভোট দেন এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান, কাজী গোলাম মর্তুজা পাপ্পা ও তানজিল চৌধুরী। সহসভাপতি নির্বাচিত হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত চট্টগ্রাম জেলার কাউন্সিলর ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাছির এবারই প্রথম বিসিবির পরিচালক হয়েছেন। আর প্রথমবারই বাজিমাত করেছেন সহসভাপতি হয়ে। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নাছির বলেন, ‘আমি সব সময় সূচারুভাবে আমার কাজগুলো সম্পাদন করেছি’।
বিসিবির সহসভাপতি হয়েছি, সব পরিচালকের সঙ্গে মিলেমিশেই দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই।’ নাছির কিংবা মাহাবুব আনাম বাড়তি চাপের কথা না বললেও বিসিবি সভাপতি স্পষ্টভাবেই জানিয়েছেন, ‘সহসভাপতি দুজন বোর্ডের কোনো বিভাগে কাজ করতে পারবেন না। তাদের কাজের চাপ বাড়বে কোনো সন্দেহ নেই। আমি অনেক সময় ব্যস্ত থাকায় আইসিসির সভাগুলোতে যোগ দিতে পারি না। এখন তারা যোগ দিতে পারবেন। সহসভাপতি নির্বাচন করা হয়েছে গঠনতন্ত্রের নিয়ম অনুসারে।’
শিরোনাম
- ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
দুই সহসভাপতি পেল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলিবিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
১০ ঘণ্টা আগে | জাতীয়