নির্বাচিত হলেন বিসিবির দুই সহসভাপতি। গত অক্টোবরে বোর্ডের নির্বাচন হলেও সহসভাপতির পদ দুটি ছিল শূন্য। গতকাল সেই শূন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিন প্রার্থী। সর্বোচ্চ ২১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহাবুবুল আনাম। আরেক সহসভাপতি আ জ ম নাছির উদ্দীন পেয়েছেন ১৭ ভোট। অপর প্রার্থী নাজিব আহমেদ পেয়েছেন মাত্র ৮ ভোট। ২৬ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ২৩ জন।
নির্বাচনে ভোট দিতে বিকাল ৫টায় হেলিকপ্টারে চড়ে মিরপুর স্টেডিয়ামে আসেন পাবনার কাউন্সিলর ও বিসিবি পরিচালক সাইফুর রহমান স্বপন। স্বপনের হেলিকপ্টারে চড়ে ভোট দিতে আসার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক পরিচালকই। শোনা যায়, সভায় এক পরিচালক এ নিয়ে কটূক্তিও করেন তাকে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হওয়ার কথা বলেন। কিন্তু প্রকৃত অর্থে পরিবেশ ততটা শান্ত ছিল না। পরিচালকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি। কিন্তু ভোট নিয়ে চাপা ক্ষোভ ছিল। নির্বাচন যাতে না হয়, তা নিয়ে আগের রাতে পরিচালকরা গোপন এক বৈঠকে বসেছিলেন। সেখানে একজনকে সহসভাপতি রেখে বাকি দুজনের মধ্যে সমঝোতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি ছিল- দুই প্রার্থী নতুন। তাই ভাগাভাগি করে সহসভাপতি হওয়ার। কিন্তু একজন তা মানেননি। তিনি নির্বাচনের পক্ষেই সায় দেন। শেষ পর্যন্ত গতকাল নির্বাচন হয়। তাতে ভোট দেন ২৩ পরিচালক। উপস্থিত থেকেও ভোট দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি শেখ সোহেল ও আহমেদ ইকবাল হাসান। অনলাইনে ভোট দেন এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান, কাজী গোলাম মর্তুজা পাপ্পা ও তানজিল চৌধুরী। সহসভাপতি নির্বাচিত হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত চট্টগ্রাম জেলার কাউন্সিলর ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাছির এবারই প্রথম বিসিবির পরিচালক হয়েছেন। আর প্রথমবারই বাজিমাত করেছেন সহসভাপতি হয়ে। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নাছির বলেন, ‘আমি সব সময় সূচারুভাবে আমার কাজগুলো সম্পাদন করেছি’।
বিসিবির সহসভাপতি হয়েছি, সব পরিচালকের সঙ্গে মিলেমিশেই দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই।’ নাছির কিংবা মাহাবুব আনাম বাড়তি চাপের কথা না বললেও বিসিবি সভাপতি স্পষ্টভাবেই জানিয়েছেন, ‘সহসভাপতি দুজন বোর্ডের কোনো বিভাগে কাজ করতে পারবেন না। তাদের কাজের চাপ বাড়বে কোনো সন্দেহ নেই। আমি অনেক সময় ব্যস্ত থাকায় আইসিসির সভাগুলোতে যোগ দিতে পারি না। এখন তারা যোগ দিতে পারবেন। সহসভাপতি নির্বাচন করা হয়েছে গঠনতন্ত্রের নিয়ম অনুসারে।’
শিরোনাম
- বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের সূচি
- ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
- কারাগারে থেকেই মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো
- ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ২০
- ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ৩
- স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি যুবরাজকে বন্ধু বললেন ট্রাম্প
- দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
দুই সহসভাপতি পেল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর