ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব নেই লুইস এনরিকের। ইউরোপীয়ান ফুটবলের সেরা দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেললেও চ্যাম্পিয়ন্স লিগ জয় করা হয়নি তার। তবে কোচ হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করার গৌরব অর্জন করতে পারেন তিনি। আজ থেকে বার্সেলোনার কোচ হিসেবে ইউরোপীয়ান ক্লাব ফুটবলে এলিটদের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লুইস এনরিক। ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট গোল ডট কমের পাঠকদের মতামত, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তর্মান মৌসুমে শিরোপা জয় করতে যাচ্ছে বার্সেলোনা! এই তালিকায় হোসে মরিনহোর চেলসি আছে দুই নম্বরে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ দুই দলই মাঠে নামছে। বার্সেলোনা ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে সাইপ্রাসের ক্লাব অ্যাপল নিকোশিয়ার। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব শালকে জিরোফোরের।
আজ মাঠে নামছে জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। অ্যালাইঞ্জ অ্যারিনাতে মুখোমুখি হচ্ছে দুই দল। গত মৌসুমে অ্যালাইঞ্জ অ্যারিনাতে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছিল ম্যানসিটি। দেখা যাক, জয়ের এই ধারা আজও ধরে রাখতে পারে কিনা ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা! গত মৌসুমটা বার্সেলোনার খুব বাজে কেটেছে। বলতে গেলে শিরোপাহীনই। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই! তবে চলতি মৌসুমে দারুণ কিছু করতে উদগ্রীব তারকায় ভরপুর বার্সা। স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো রদ্রিগেজ বলছেন, 'আমরা প্রতি বছরই সফলতার জন্য লড়াই করি। তবে গত মৌসুমে লজ্জাজনকভাবে আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে গিয়েছিলাম। তবে এবার আমরা অনেক বেশি আত্দবিশ্বাসী এবং শিরোপা জয়ের জন্য ক্ষুধার্ত।' লা লিগায় টানা তিন ম্যাচ জিতে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। জয়ের এই ধারা ধরে রাখতে পারলে এবারের মৌসুমে লা লিগার শিরোপা জয় নিশ্চিত মেসিদের। তবে বার্সেলোনার পথে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে রিয়াল মাদ্রিদ এবং চেলসি। হোসে মরিনহো পোর্তো এবং ইন্টার মিলানের কোচ হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন। রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন ইউরোপ সেরার মুকুট জয় করতে।