ব্রিটিশ রাজ থেকে স্বাধীন হওয়ার জন্য স্কটল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। এমন গণভোট চায় কাতালুনিয়াও। স্পেন থেকে স্বাধীন হতে চায় কাতালানরা। কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষ নিয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকারাও। জেরার্ড পিকে কিছুদিন আগেও টুইটারে কাতালুনিয়ার পক্ষে ভোট দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে কাতালুনিয়ার সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। তবে স্প্যানিশ ফুটবলের ভক্তরা জেরার্ড পিকের এই খোলামেলা অবস্থান নিয়ে সমালোচনায় মেতেছে। এ ব্যাপারে পিকে বলছেন, 'আমি বুঝতে পারি না মানুষ এটা নিয়ে এত ভাবছে কেন? আমার স্পেনের জার্সি গায়ে খেলার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই।' দীর্ঘ ১১টি বছর স্পেনের জার্সিতে খেলছেন জেরার্ড পিকে। ৬১টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। তাই বলে তিনি কাতালুনিয়ার পক্ষ ছাড়তে পারেন না বলে জানিয়েছেন।