স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান চন্দরপল। বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেছেন তিনি। এই নিয়ে ৩০ বার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছলেন চন্দরপল। তার সেঞ্চুরিতেই নিজেদের ৫০০তম টেস্ট ম্যাচে জয়ের পথে ছুটে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ম্যাচের চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ক্যারিবীয়দের ছুড়ে দেওয়া ৪৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে।
ইতিহাসের একটা মাইলফলকই অতিক্রম করল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল ক্যারিবীয়রা। ১৯২৮ সালে শুরু। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে ৫০০ টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ এই যাত্রা পথে ১৬২টা ম্যাচ জয় করেছে ক্যারিবীয়রা। হেরেছে ১৬৬ ম্যাচে। একটা ম্যাচ টাই হয়েছে। বাকিগুলো ড্র। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ৫০০তম ম্যাচ জয় দিয়েই বুঝি উদযাপন করতে যাচ্ছে! বিপরীতে বাংলাদেশ আরও একবার হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে সিরিজ শেষ করতে যাচ্ছে। অথচ বছর কয়েক আগে এই ওয়েস্ট ইন্ডিজকেই হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ যাত্রার আগে অধিনায়ক মুশফিকুর রহিম ভক্তদের ভালো কিছু উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি কথা রাখতে পারেননি। ওয়ানডে সিরিজের মতো ব্যর্থ হলেন টেস্ট সিরিজেও। গতকাল দিনের শেষ পর্যন্ত টিকেছিলেন কিনা তা এতক্ষণে জানার কথা ভক্তদের। টিকে থাকলেও পঞ্চম দিনের উইকেটে কতক্ষণ টিকে থাকতে পারবেন তা কেবল খেলার মাঠেই প্রমাণ হতে পারে। প্রথম ইনিংসে বাংলাদেশ ফলোঅনে পরলেও ক্যারিবীয়রা কোনো ঝুঁকি নিতে চায়নি। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেরাই মাঠে নেমেছিল। ৫০০তম টেস্ট ম্যাচে সম্ভবত চন্দরপল সেঞ্চুরি করে নিজেকে অমর করে রাখবেন বলেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক রামদিন! অধিনায়কের মনে যাই থাক, ব্র্যাডম্যানকে (২৯ সেঞ্চুরি) ছাড়িয়ে চন্দপরল নিজেকে ঠিকই অমর করে রাখলেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংস : ৩৮০ (চন্দরপল ৮৪*, জনসন ৬৬, ব্র্যাথওয়েট ৬৩, আল আমিন ৩/৮০, শফিউল ২/৮০ ও রবিউল ২/৬৩, তাইজুল ২/৮৯)।
দ্বিতীয় ইনিংস : ২৬৯/৪ (চন্দরপল ১০১*, ব্ল্যাকউড ৬৬*, ব্র্যাথওয়েট ৪৫, জনসন ৪১, মাহমুদুল্লাহ ২/৬৪, শফিউল ১/৪২, তাইজুল ১/৮১)।
বাংলাদেশ
প্রথম ইনিংস : ১৬১ (মাহমুদুল্লাহ ৫৩, তামিম ৪৮, রোচ ৫/৪২, টেইলর ২/৪১, বেন ২/১৯)।
দ্বিতীয় ইনিংস : ৯৪ (শামসুর ৩৯, এনামুল হক ০, তামিম ৩৮*, টেইলর ১/৩১, বেন ১/২৪)।
শিরোনাম
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
হোয়াইটওয়াশের পথে মুশফিকরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর