বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ তাদের সাবেক কোচ টিটো ভিলানোভার জন্মদিনকে স্মরণ করে তার নামে একটি অনুশীলন মাঠ খুলতে যাচ্ছে। মাত্র ৪৫ বছর বয়সে ভিলানোভা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ভিলানোভার মৃত্যুতে কাতালান ক্লাবটির সঙ্গে বিশ্ব ফুটবল শোক প্রকাশ করেছিল। এবার তার স্মরণে বার্সা কর্তৃপক্ষ একটি মাঠের নামকরণ করতে চলেছে।
ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কুইদাদের সেন্ট জোয়ান ডেপসি মাঠটির নতুন নামকরণ করা হবে ক্লাবের সাবেক কোচ ভিলানোভার নামে। আর ক্লাবের ডিরেক্টরগন এ সিদ্ধান্তকে যথোপযুক্ত বলে মনে করছেন।
১৯৬৮ সালের এই দিনে ভিলানোভা স্পেনে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৫ এপ্রিল গলনালীর ক্যান্সারে তিনি মারা যান।
ভিলানোভা ২০০৭-০৮ মৌসুমে বার্সেলোনার ‘বি’ দলের কোচ ছিলেন। পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে বার্সায় আসার আগে তিনি ২০০৮-১২ সাল পর্যন্ত বার্সার সহকারী কোচ হিসেবে নিযুক্ত ছিলেন।
২০১২-১৩ মৌসুমে ভিলানোভা বার্সার প্রধান কোচ হয়ে দলকে এনে দিয়েছিলেন রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে লা লিগার শিরোপা।