উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ চলতি মৌসুমে উল্টো পথ ধরল। গত মঙ্গলবার বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৫-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে সুইস ক্লাব ব্যাসেলের বিপক্ষে। অন্যদিকে গতবারের রানার্সআপ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হেরে গেছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের কাছে।
জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস এবং লিভারপুলও। আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের ডাবলে জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে সুইডিশ ক্লাব ম্যালমোকে। ইংলিশ ক্লাব লিভারপুল বালোতেলি্ল ও স্টিভেন জেরার্ডের গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটস র্যাজগ্রাদকে। ডি গ্রুপে অঘটনের শিকার হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। গানাররা ২-০ গোলে হেরেছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে। ডি গ্রুপে ১-১ গোলে ড্র করেছে তুর্কি ক্লাব গ্যালাটাসারি ও বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্ট। সি গ্রুপে শুভ সূচনা করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকো। তারা ১-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে। সি গ্রুপে হেরে গেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। পর্তুগিজদের ২-০ গোলে হারিয়েছে রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ।
রিয়াল মাদ্রিদ শনিবার মাদ্রিদ ডার্বিতে পরাজিত হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে হেরে যাওয়ার পর শিষ্যদের ছন্দে ফেরানোই ছিল কার্লো আনসেলত্তির সামনে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে দারুণভাবেই উতরে গেল তার শিষ্যরা। রোনালদো, বেলে, রদ্রিগেজ এবং বেনজেমা চারজনই আলো ছড়িয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। প্রত্যেকেই একটি করে গোল করেছেন ব্যাসেলের বিপক্ষে। রোনালদো এবং বেলে একটি করে গোলে এসিস্টও করেছেন। শিষ্যদের এমন পারফরম্যান্সে দারুণ খুশি কোচ কার্লো আনসেলত্তি। 'দলের প্রতিক্রিয়াটা হয়েছে দারুণ। আমরা প্রথমার্ধে দারুণ খেলেছি। অনেক সুযোগ সৃষ্টি করেছি। সবগুলোই গোল হয়নি। তবে আমি দলের পারফরম্যান্সে দারুণ খুশি।' রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী ম্যাচ খেলতে যাচ্ছে সম্পূর্ণ অজানা প্রতিপক্ষ বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটস র্যাজগ্রাদ মাঠে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসেছে র্যাজগ্রাদ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব লিভারপুলের পুনর্যাত্রা হলো জয় দিয়েই। অধিনায়ক স্টিভেন জেরার্ড সামনে থেকেই নেতৃত্ব দিলেন দলকে। জেরার্ড ছাড়াও গোল করেছেন ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেলি্ল। ২০০৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অলরেডরা। প্রথম জয়ের পর লিভারপুলের কোচ রজার্স বলছেন, 'আমাদের ফলাফল দারুণ হয়েছে। এটা এমন এক টুর্নামেন্ট যেখানে জয়ের পর জয় প্রয়োজন।' লিভারপুলকে অবশ্য গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার জন্য কঠিন লড়াই করতে হবে। বি গ্রুপে লিভারপুলকে লড়াই করতে হবে রিয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে। এছাড়াও গ্রুপে আছে ব্যাসেল ও র্যাজগ্রাদ। যে কোনো দুর্ঘটনায় পড়লে লিভারপুলের জন্য নকআউট পর্বে যাওয়া কঠিন হয়ে যাবে।