বায়ার্ন মিউনিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল ২০১৩ সালে। সেবার জার্মান জায়ান্টদের এ গৌরব অর্জনের নায়ক ছিলেন ডাচ তারকা আরিয়েন রোবেন। তিনি আরও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে চান বায়ার্ন মিউনিখের জার্সিতে। তবে তার প্রথম লক্ষ্য চলতি মৌসুমের ফাইনাল পর্যন্ত যাওয়া। তিনি বলেন, 'বায়ার্ন মিউনিখের উচিত ফাইনালে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা।' তবে সেই সঙ্গে নিজেদের সতর্কও করে দিচ্ছেন তিনি। 'আমাদের সতর্ক থাকতে হবে। মাটিতে পা রাখতে হবে। তবে বায়ার্ন মিউনিখের যে দল আছে সে অনুযায়ী লক্ষ্যও নির্ধারণ করতে হবে।' বায়ার্ন মিউনিখ চলতি মৌসুমে ই গ্রুপে ম্যানসিটি, সিএসকেএ মস্কো এবং রোমার মুখোমুখি হচ্ছে। তুলনামূলক কঠিন গ্রুপেই খেলতে হচ্ছে পেপ গার্ডিওলার শিষ্যদের। তবে সব বাধা অতিক্রম করে ফাইনাল পর্যন্ত পৌঁছতে চান আরিয়েন রোবেন।