আগামী অক্টোবর মাসে এশিয়ারি মাটিতে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা ও ব্রাজিল।
এই ম্যাচ এবং এশিয়া সফর সামনে রেখে বুধবার রাতে দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লোস ডুঙ্গার ঘোষিত এই দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবল খেলা ডিফেন্ডার মার্সেলো এবং আরেক ডিফেন্ডার মাইকনের। যখারীতি দলের নেতৃত্বে থাকবেন তরুণ সুপারস্টার নেইমার।
আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি এমন ২ ফুটবলারকেও দলে নিয়েছেন ডুঙ্গা। এরা হলেন-ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলা ফুল-ব্যাক দোদো এবং রাশান ক্লাব সিএসকেএ মস্কোতে খেলা সেন্টার-ব্যাক ফারনান্দেস।
এদিকে, আক্রমণ ভাগে নেইমারের পাশাপাশি রবিনহোর ওপর আস্থা রেখেছেন ডুঙ্গা। তাদের সাপোর্ট হিসেবে থাকছেন দিয়েগো তারদেলি।
দলের পরিবর্তন সম্পর্কে ব্রাজিল কোচ ডুঙ্গা বলেছেন, ‘আগামী বছর কোপা আমেরিকা ফুটবল আসরের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চায় ব্রাজিল। তাই বিভিন্ন ফুটবলারদের যাচাই বাছাই করে দেখার জন্যই দলে পরিবর্তন আনা হচ্ছে।’