জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করল বার্সেলোনা। গতকাল বুধবার রাতে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়াকে ১-০ হারিয়েছে বার্সা। এ ম্যাচে জিতলেও নজরকাড়া পারফর্ম করতে পারেনি বার্সার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও নেইমার।
ম্যাচের ২৮ মিনিটে জেরার্ড পিকে-র একমাত্র গোলে জয় পায় বার্সেলোনা। নতুন কোচ লুইস হেনরিকের তত্ত্ববধানে বার্সা জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলেও এদিন তাদের অ্যাসিড টেস্টের মুখে ফেলে দেয় সাইপ্রাসের ক্লাবটি। হেনরিকের কোচিংয়ে এদিন রক্ষণাত্মক ফুটবলই খেলেছে মেসি-নেইমাররা। অ্যাপোয়েল বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু, বার্সার ডিফেন্সে প্রতিহত হয় প্রতিপক্ষের শট। এদিন শুরু থেকেই তিন স্ট্রাইকার মেসি, নেইমার ও হাদ্দাদিকে খেলায় বার্সা কোচ হেনরিকে।
ম্যাচের শুরুতেই অবশ্যই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন নেইমাররা। কিন্তু, প্রতিপক্ষের গোলের মুখ খুলতে পারেননি মেসি-নেইমাররা। ম্যাচের ২৮ মিনিটে মেসির পাশ থেকে অ্যাপোয়েলের জালে বল জড়ান পিকে। শেষ দিকে গোলের সংখ্যা বাড়ানোর সুযোগ ছিল বার্সার সামনে। কিন্তু, ইনিয়েস্তা, জাভিরা গোলের ব্যবধান বাড়াতে পারেননি। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সাকে।