৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ম্যাঞ্চেস্টার সিটি-র গোলকিপার জো হার্ট। ম্যাচের ৯০ মিনিটে জেরম বোয়েতেংয়ের একমাত্র গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ম্যান সিটি-কে ১-০ হারাল পেপ গুয়ার্দিওয়ালার দল।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘ই’-র প্রথম ম্যাচে গতকাল বুধবার রাতে আলিয়াঞ্জ এরিনায় দুর্দান্ত সেভ করে ম্যাচকে ড্র-য়ের পথে রেখেছিলেন হার্ট। কিন্তু, নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে বোয়েতেংয়ের জোরাল শটে হার্টের সব চেষ্টায় ব্যর্থ করে দেয়।
এদিন শুরু থেকেই সিটি-র আক্রমণ ভাগে ছিলেন এডিন ডেকো, ইয়াইয়া তোরে, সমীর নাসরি। কিন্তু, বায়ার্ন বক্সে হামলা চালাতে ব্যর্থ হন তারা। ৭৪ মিনিটে ডেকোকে তুলে নিয়ে সের্জিও আগুয়েরোকে নামান সিটি কোচ ম্যানুয়েল পেলগ্রিনি। ঠিক তার পরেই মুলারকে তুলে নিয়ে আর্জেন রবেনকে নামান গুয়ার্দিওয়ালা। গত মৌসুমে বায়ার্নকে হারিয়েছিল ইংলিশ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়নরা। এবার হার্টের অনবদ্য লড়াইয়েও শেষরক্ষা হল না ম্যান সিটির।