দু’টো গ্র্যান্ডস্লাম জয়ী চীনের লি না এবার অবসর নেওয়ার পথে। চীনের সংবাদ মাধ্যমগুলো অন্তত এমনটাই দাবি করছে।
চীনের সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী আগামীকাল শুক্রবারই অবসর ঘোষণা করবেন এশিয়ার অন্যতম সেরা এই তারকা। চীনের সিসিটিভি-৫-এর দাবি, ‘১০ সেপ্টেম্বর শুক্রবারই অবসরের সিদ্ধান্ত নেবেন লি না। চোটের জন্যই লি নার পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। তাছাড়া ফিটনেসও এখন আর আগের মতো নেই লি নার।’