শুধু ওয়েস্ট ইন্ডিজ সফর নয়, বছরটাই ভালো কাটছে না বাংলাদেশ ক্রিকেট দলের। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সেই যে ব্যর্থতার গড্ডায় পড়েছে টাইগাররা, সেটা আরও জুতসই হয়েছে ক্যারিবীয় সফরে। টেস্ট, টি-২০, ওয়ানডে সব ম্যাচেই হেরেছে অনায়াসে। এর আগে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্স তো লজ্জাজনক। দুই টুর্নামেন্টেই হেরেছে দুই আনকোরা আফগানিস্তান ও হংকংয়ের কাছে। এমন পারফরম্যান্স যে দলের, তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা। তারপরও নতুন করে স্বপ্ন দেখছেন। এবার স্বপ্ন এশিয়ান গেমসকে ঘিরে। যা আজ অফিসিয়ালি শুরু হচ্ছে ইনচেনে। অবশ্য গেমসের ফুটবল এর মধ্যেই গড়িয়েছে মাঠে। এবার গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে স্বর্ণ অক্ষুণ্ন রাখতে। চার বছর আগে ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সেটা ধরে রাখতে এবার পূর্ণ শক্তির দলই পাঠাচ্ছে গেমসে। বিয়ের জন্য যেতে পারছেন না টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এই বাঁ হাতি অলরাউন্ডারকে নেওয়া হয়েছে সোহাগ গাজীর জায়গায়। পেসার আল-আমিনের জায়গায় খেলবেন আরেক ডান হাতি পেসার রুবেল হোসেন। সোহাগ ও আল-আমিনকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য।
এশিয়ান গেমসের যে স্কোয়াড, তাতে সম্প্রতি খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের রয়েছে ১০ জন। মুশফিক না থাকায় দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। টি-২০ ফরম্যাটের এই আসরে খেলছে না দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান। গত আসরেও খেলেনি ভারত। পাকিস্তান খেললেও এবার অংশ নিচ্ছে না। তাই স্বর্ণ জয়ের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও শক্তিশালী দল পাঠিয়েছে দ্বীপরাষ্ট্র। তবে গত আসরের রুপাজয়ী আফগানিস্তানও ভোগাবে। রয়েছে হংকং। যাদের বিপক্ষে টি-২০ বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। এক বছর ধরে হারতে হারতে গভীর খাদে ঠাঁই হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই এশিয়ান গেমসে ২৬ সেপ্টেম্বর রওনা দিবে মাশরাফিবাহিনী। স্বর্ণজয়ী দল বলে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।
আত্মবিশ্বাসহীন একটা দলের জন্য পুনরায় ট্রাকে ফিরে আসা কঠিনই। সেটা ভালো করেই জানেন এশিয়ান গেমস দলের অধিনায়ক মাশরাফি। তবে গেমসে ভালো ফল করে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরানোই এখন মূল লক্ষ্য বলেন মাশরাফি, ‘স্বর্ণ জয় অবশ্যই দলের ক্ষয়িঞ্চু আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। কেননা অতীত নিকটে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলতে পারিনি।’ আত্মবিশ্বাস ফেরানো টার্গেট, তাই বলে এশিয়ান গেমসকে হালকা করে দেখছেন, সেটা নয়। গেমসের অগ্রাধিকার সবার আগে বলেই জানান অধিনায়ক, ‘প্রতিটি ম্যাচ, সিরিজ কিংবা টুর্নামেন্ট সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এশিয়ান গেমস আমাদের কাছে সবার আগে।’ ভারত ও পাকিস্তান না থাকায় স্বর্ণ জয় অপেক্ষাকৃত সহজ। তবে গ্লোরিয়াস আন সার্টেন গেমস বলে অন্যরকম কিছু ভাবতেই হয়। সেটা মাথায় রেখেই প্রাপ্ত সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া মাশরাফি, ‘আমরা সুযোগটাকে কাজে লাগিয়ে এশিয়া গেমসে আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। যদিও কাজটা সহজ নয়।’ নিষিদ্ধ থাকায় প্রথমে স্কোয়াডে জায়গা হয়নি সাকিবের। কিন্তু সোহাগ গাজীর বোলিংকে আইসিসি অবৈধ বলায় তাকে বাদ দেয় ক্রিকেট বোর্ড। তার জায়গায় সাকিবকে নেওয়া হয় নিষেধাজ্ঞা কমিয়ে। সাকিবের ফেরায় দলের শক্তি বেড়েছে বলেন মাশরাফি, ‘কোনো সন্দেহ নেই সাকিবের ফেরায় দলের শক্তি বৃদ্ধি করবে এবং আমাদের সবাইকে মানসিকভাবে উজ্জীবিত করবে।’
গত আসরে বাংলাদেশের স্বর্ণজয়ী দলের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় আট বছর সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আশরাফুল না থাকলেও পূর্ণ শক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোচ হিসেবে যাচ্ছেন চন্ডিকা হাতুরাসিংহে, সহকারী কোচ রুয়ান কালপাগে, ফিজিও হিসেবে বিভাব সিংয়ের জায়গায় যাচ্ছেন বায়েজিদুল ইসলাম। দলীয় ম্যানেজার জালাল ইউনুস। গত আসরেও টিম ম্যানেজার ছিলেন জালাল।
স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েশ, এনামুল হক বিজয়, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, শামসুর রহমান শুভ, আরাফাত সানী, মুক্তার আলী, মো. মিথুন ও তাসকিন আহমেদ।
শিরোনাম
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
দৃষ্টি এখন এশিয়ান গেমসে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর