হংকংয়ের সঙ্গে ড্র করেছিল উজবেকিস্তান। এ নিয়ে ফুটবলপ্রেমীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছিলেন। কারণ আফগাস্তিানকে প্রথম ম্যাচ হারানোর পর উজবেকিস্তানের সঙ্গে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা ভালোভাবেই জেগে থাকতো। এখনো আছে কিন্তু ২২ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে হংকংকে হারাতে হবেই। কাজটা কঠিনই বলা যায়। কারণ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারানোর পর হংকং বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই শেষ আটে জায়গা করে নেবে। বাংলাদেশ গতকাল ৩-০ গোলের বড় ব্যবধানে উজবেকিস্তানের কাছে হেরে গেছে। কোচ লোডডিক ক্রুইফ আগেই আভাস দিয়েছিলেন হংকংয়ের সঙ্গে ড্র করাতে উজবেকরা জয় পেতে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে শুরু থেকে ছন্দময় খেলা খেলে মামুনুলদের নিষ্ক্রিয় করে রাখে উজবেকরা। জয়ের জন্য এতটা মরিয়া ছিল যে একের পর এক আক্রমণ করে বাংলাদেশকে দিশেহারা করে রাখে।
জয়ের আশা দিয়ে ড্র'র লক্ষ্যে ক্রুইফের শিষ্যরা রক্ষণাত্দক ফুটবল খেলতে থাকে। কোনোই লাভ হয়নি, কৌশলের কাছে পুরোপুরি মার খেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৩ গোল করে জয় নিশ্চিত করে ফেলে উজবেকরা। আসলে প্রতিপক্ষের গতিময় খেলার কাছে কুলিয়ে উঠতে পারছিল না বাংলাদেশের ডিফেন্ডাররা। এতটা চাপে ছিল যে আক্রমণভাগের খেলোয়াড়রা দুর্গে পাহারা দিতে ছুটে আসে। তবু আটকানো যায়নি অপ্রতিরোধ্য উজবেকদের। ১৪ মিনিটে সুদিয়ের বুখিত গোল করে উজবেকিস্তানকে এগিয়ে রাখেন। ছয় মিনিট পর পুনরায় তিনি জালে বল পাঠান। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান রাশিদুছাদ্দোর। অল্প সময়ের মধ্যে জয় নিশ্চিত হওয়াতে উজবেকরা রিলাঙ্ মুডে খেলেন। এ সময় গোল করার মতো আক্রমণই করতে পারেননি মামুনুলরা। অধিকাংশ সময়ে বল উজবেকদের পায়ে ছিল। এশিয়ান ফুটবলে উজবেকিস্তানের অবস্থান তিনে। ফিফা র্যাংকিংয়েও আকাশ-পাতাল পার্থক্য। সেই দলের সঙ্গে জয় পাওয়াটা অবিশ্বাসই ছিল। তারপরও প্রথম ম্যাচে আফগানদের হারানোর পর কিছুটা আশা ছিল যদি ড্র করে উজবেকদের রুখে দেওয়া যায়। না এ চিন্তা যে আকাশকুসুম ছিল তা মাঠেই প্রমাণিত হয়েছে। ৩-০ গোলে জেতাতে উজবেকরা এখন গোল পার্থক্যে শীর্ষে। পরের ম্যাচে আফগানদের বিপক্ষেও তাদের জয় নিশ্চিত বলা যায়। বাংলাদেশের এখন চিন্তা হংকংকে নিয়েই। উজবেকদের সঙ্গে ড্র করেছে তারপরও আবার এই হংকংয়ের কাছে আগের গেমসে বাংলাদেশ ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। এই দলকে হারানোও অসম্ভব। এখন অসম্ভবকে মামুনুলরা সম্ভব করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।