শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে মোহামেডানের চার ফুটবলার এমিলি, নাহিদ, ইমন ও মামুন কলম্বো গেছেন। আগামীকাল এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে মঙ্গোলিয়া এরচিম দলের বিপক্ষে। বাংলাদেশের প্রথম দল হিসেবে এ টুর্নামেন্টে শেখ রাসেল খেলছে। তাই দলের শক্তি বৃদ্ধি করতে বাইরে থেকেও অতিথি খেলোয়াড় সংগ্রহ করেছে। অন্য দল থেকে বাধা না আসলেও মোহামেডান চার খেলোয়াড়কে পাঠানোর অনুমতি দিচ্ছিল না। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা বাফুফের কাছে লিখিত অভিযোগও করেন চার খেলোয়াড় তাদের অনুমতি ছাড়া শেখ রাসেলের পক্ষে খেলতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল পেশাদার লিগ চলাকালে সামনের মৌসুমের জন্য শেখ রাসেল থেকে অগ্রিম পেমেন্ট নেওয়া। এ অভিযোগের তালিকায় আরেক ফুটবলার জাহিদ হাসান থাকলেও তিনি এশিয়ান গেমসে ডাক পাওয়াতে কলম্বোতে আর যেতে পারেননি। অগ্রিম পেমেন্ট নেওয়ার অপরাধে লোকমান চার ফুটবলারের শাস্তি দাবি করেছে।
বাফুফে লোকমানের অভিযোগকে গুরুত্ব দিলেও দেশের স্বার্থের কথা চিন্তা করে চার ফুটবলারকে শেখ রাসেলের হয়ে প্রেসিডেন্ট কাপ খেলার অনুমতি দিয়েছে। বাফুফে রাজি হওয়ার পর মোহামেডান আর আপত্তি তুলেনি। শেষ মুহূর্তে যাওয়ার অনুমতি দিয়েছে। এ ব্যাপারে লোকমান বলেন, আমরাও বিভিন্ন টুর্নামেন্টে অতিথি খেলোয়াড় নিয়ে গেছি। কিন্তু আগে ক্লাবগুলোর অনুমতি নিয়েছি। দেখেন, চার ফুটবলার প্রেসিডেন্ট কাপ খেলার ব্যাপারে আমাদের সঙ্গে যেমনি কোনো কথা বলেননি তেমনি শেখ রাসেলও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। ইচ্ছা করলেই আমরা আটকাতে পারতাম কিন্তু দেশের স্বার্থের কথা চিন্তা করে তা করিনি। বাফুফে অনুমতি দিয়েছে তাই আমরা তাদের সম্মান দেখিয়েছি। আমি চাই শেখ রাসেল প্রেসিডেন্ট কাপে ভালো করে দেশের সুনাম বাড়াক। কিন্তু আমার কথা হচ্ছে অগ্রিম পেমেন্ট নেওয়ার পর পাঁচ খেলোয়াড়ের শাস্তি কি হবে। বাইলজে স্পষ্ট উল্লেখ আছে এক মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কেউ অগ্রিম পেমেন্ট নিতে পারবে না। নিলে খেলোয়াড় বা সেই ক্লাবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তাও উল্লেখ আছে। সুতরাং মোহামেডান দেখতে চায় এত বড় অন্যায়ের পর বাফুফে কি সিদ্ধান্ত নেয়। বাফুফে অবশ্য এ নিয়ে কোনো মুখ খোলেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান আগে আমরা দেখব মোহামেডানের অভিযোগ সত্যি কিনা। তারপর বাইলজে যা আছে সেভাবেই ব্যবস্থা নেব। বাফুফে কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেবে না। উল্লেখ্য এবার দল-বদলের সময় খেলোয়াড় নিয়ে মোহামেডান ও শেখ রাসেলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষই বাফুফের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল। পরে দু’দলই সমঝোতা করে খেলোয়াড় ভাগাভাগি করে নেয়। তবে বাফুফে বা লিগ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সামনের বার অগ্রিম পেমেন্টের অভিযোগ পাওয়া গেলে শুধু খেলোয়াড়ই নয় ওই ক্লাবের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। শাস্তি হচ্ছে সাসপেন্ড, এটা আবার নির্ভর করবে বাফুফের সিদ্ধান্তের ওপর। সুতরাং লোকমানের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে পাঁচ খেলোয়াড়ের ভাগ্যে বড় ধরনের শাস্তি জুটতে পারে। এদিকে আবার মোহামেডানের নাম প্রকাশ অনিচ্ছুক এক পরিচালক জানান, অগ্রিম পেমেন্ট নেওয়ার পর বাফুফের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। যদি দেখি এত বড় অন্যায় করার পরও কেউ রেহাই পেয়ে যাচ্ছে তাহলে আমরাও ছেড়ে কথা বলব না। এএফসির কাছে নালিশ জানাতে বাধ্য হবো। কারণ বার বার মোহামেডান পরিস্থিতির শিকার হচ্ছে।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
বাফুফের সিদ্ধান্তের অপেক্ষায় মোহামেডান
শেখ রাসেল থেকে অগ্রিম পেমেন্ট!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর