শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে মোহামেডানের চার ফুটবলার এমিলি, নাহিদ, ইমন ও মামুন কলম্বো গেছেন। আগামীকাল এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে মঙ্গোলিয়া এরচিম দলের বিপক্ষে। বাংলাদেশের প্রথম দল হিসেবে এ টুর্নামেন্টে শেখ রাসেল খেলছে। তাই দলের শক্তি বৃদ্ধি করতে বাইরে থেকেও অতিথি খেলোয়াড় সংগ্রহ করেছে। অন্য দল থেকে বাধা না আসলেও মোহামেডান চার খেলোয়াড়কে পাঠানোর অনুমতি দিচ্ছিল না। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা বাফুফের কাছে লিখিত অভিযোগও করেন চার খেলোয়াড় তাদের অনুমতি ছাড়া শেখ রাসেলের পক্ষে খেলতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল পেশাদার লিগ চলাকালে সামনের মৌসুমের জন্য শেখ রাসেল থেকে অগ্রিম পেমেন্ট নেওয়া। এ অভিযোগের তালিকায় আরেক ফুটবলার জাহিদ হাসান থাকলেও তিনি এশিয়ান গেমসে ডাক পাওয়াতে কলম্বোতে আর যেতে পারেননি। অগ্রিম পেমেন্ট নেওয়ার অপরাধে লোকমান চার ফুটবলারের শাস্তি দাবি করেছে।
বাফুফে লোকমানের অভিযোগকে গুরুত্ব দিলেও দেশের স্বার্থের কথা চিন্তা করে চার ফুটবলারকে শেখ রাসেলের হয়ে প্রেসিডেন্ট কাপ খেলার অনুমতি দিয়েছে। বাফুফে রাজি হওয়ার পর মোহামেডান আর আপত্তি তুলেনি। শেষ মুহূর্তে যাওয়ার অনুমতি দিয়েছে। এ ব্যাপারে লোকমান বলেন, আমরাও বিভিন্ন টুর্নামেন্টে অতিথি খেলোয়াড় নিয়ে গেছি। কিন্তু আগে ক্লাবগুলোর অনুমতি নিয়েছি। দেখেন, চার ফুটবলার প্রেসিডেন্ট কাপ খেলার ব্যাপারে আমাদের সঙ্গে যেমনি কোনো কথা বলেননি তেমনি শেখ রাসেলও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। ইচ্ছা করলেই আমরা আটকাতে পারতাম কিন্তু দেশের স্বার্থের কথা চিন্তা করে তা করিনি। বাফুফে অনুমতি দিয়েছে তাই আমরা তাদের সম্মান দেখিয়েছি। আমি চাই শেখ রাসেল প্রেসিডেন্ট কাপে ভালো করে দেশের সুনাম বাড়াক। কিন্তু আমার কথা হচ্ছে অগ্রিম পেমেন্ট নেওয়ার পর পাঁচ খেলোয়াড়ের শাস্তি কি হবে। বাইলজে স্পষ্ট উল্লেখ আছে এক মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কেউ অগ্রিম পেমেন্ট নিতে পারবে না। নিলে খেলোয়াড় বা সেই ক্লাবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তাও উল্লেখ আছে। সুতরাং মোহামেডান দেখতে চায় এত বড় অন্যায়ের পর বাফুফে কি সিদ্ধান্ত নেয়। বাফুফে অবশ্য এ নিয়ে কোনো মুখ খোলেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান আগে আমরা দেখব মোহামেডানের অভিযোগ সত্যি কিনা। তারপর বাইলজে যা আছে সেভাবেই ব্যবস্থা নেব। বাফুফে কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেবে না। উল্লেখ্য এবার দল-বদলের সময় খেলোয়াড় নিয়ে মোহামেডান ও শেখ রাসেলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষই বাফুফের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল। পরে দু’দলই সমঝোতা করে খেলোয়াড় ভাগাভাগি করে নেয়। তবে বাফুফে বা লিগ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সামনের বার অগ্রিম পেমেন্টের অভিযোগ পাওয়া গেলে শুধু খেলোয়াড়ই নয় ওই ক্লাবের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। শাস্তি হচ্ছে সাসপেন্ড, এটা আবার নির্ভর করবে বাফুফের সিদ্ধান্তের ওপর। সুতরাং লোকমানের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে পাঁচ খেলোয়াড়ের ভাগ্যে বড় ধরনের শাস্তি জুটতে পারে। এদিকে আবার মোহামেডানের নাম প্রকাশ অনিচ্ছুক এক পরিচালক জানান, অগ্রিম পেমেন্ট নেওয়ার পর বাফুফের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। যদি দেখি এত বড় অন্যায় করার পরও কেউ রেহাই পেয়ে যাচ্ছে তাহলে আমরাও ছেড়ে কথা বলব না। এএফসির কাছে নালিশ জানাতে বাধ্য হবো। কারণ বার বার মোহামেডান পরিস্থিতির শিকার হচ্ছে।
শিরোনাম
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
বাফুফের সিদ্ধান্তের অপেক্ষায় মোহামেডান
শেখ রাসেল থেকে অগ্রিম পেমেন্ট!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর