পেপ গার্ডিওলা চলে যাওয়ায় বার্সেলোনায় সবচেয়ে বড় সমস্যায় পরে ডিফেন্স লাইন নিয়ে। বিশেষ করে কার্লোস পুয়লের অভাব কোনোাবেই পূরণ হচ্ছিল না কাতালানদের। শেষ পর্যন্ত সমাধান নিয়ে এলেন লুইস এনরিক। লা মেসিয়া থেকে মেসিদের সঙ্গে যোগ দেওয়া তরুণদের নিয়ে ডিফেন্স লাইনে মজবুত বাঁধই দিয়েছেন গার্ডিওলার এ উত্তরসূরি। বুধবার ন্যু ক্যাম্পে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাইপ্রাসের ক্লাব অ্যাপল নিকোশিয়ার বিপক্ষে বার্সেলোনার ডিফেন্স লাইন নিজেদের প্রমাণ করল। ম্যাচটা বার্সেলোনা মাত্র ১-০ গোলে জয় করেছে। তবে কোচ লুইস এনরিকের দৃষ্টিতে দারুণ খেলেছে তার শিষ্যরা। বার্সেলোনার পক্ষে মেসির ফ্রি কিক থেকে হেডে একমাত্র গোলটা করেছেন জেরার্ড পিকে।
ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে কষ্ট করেই জিততে হয়েছে। তবে এই নিয়ে কোচ এনরিকের তেমন ক্ষোভ নেই। তিনি বরং শিষ্যদের পক্ষ নিয়ে বলেছেন, 'বার্সা তারকারা মেশিন নয় যে তারা সব ম্যাচেই গোল করবে।' আর বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস গোলের সংখ্যার দিকে না তাকিয়ে সোজা সাপ্টা বলে দিলেন, বার্সেলোনার নিজেদের সেরা ফর্মে ফিরে এসেছে। লা মেসিয়া থেকে নতুন তারকারা মেসিদের সঙ্গে যোগ দেওয়ার পর সত্যিই বদলে গেছে বার্সেলোনা। তরুণ এই তারকাদের দিকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে ছুটে আসছে বিশ্বসেরা ক্লাবগুলো।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। অ্যালাইঞ্জ অ্যারিনাতে বুধবার তারা ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে। পেপ গার্ডিওলাকে জয় উপহার দিয়েছেন জেরোম বুয়েটাঙ। তবে ড্র করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে মরিনহোর শিষ্যরা ১-১ গোলে ড্র করে জার্মান ক্লাব শালকে জিরোফোরের বিপক্ষে। স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস গোল করলেও চেলসিকে জয় উপহার দিতে পারেননি। ড্র করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনও। উরুগুইয়ান স্ট্রাইকার এডিসন কাভানির একমাত্র গোলে তারা ডাচ ক্লাব আয়াঙ্রে সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিশাল জয় পেয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো। তারা আলজেরিয়ান স্ট্রাইকার ইয়াসিন ব্রাহিমির হ্যাটট্রিকে ৬-০ গোলে হারিয়েছে বেলারুশ ক্লাব ব্যাটে বরিসভকে। এছাড়া ইতালিয়ান ক্লাব রোমা ৫-১ গোলে হারিয়েছে রুশ ক্লাব সিএসকেএ মস্কোকে। এই ম্যাচ ঘিরে অবশ্য ভক্তদের মধ্যে মারামারিও হয়েছে। শেষ পর্যন্ত দুই দলের সমর্থকদের থামাতে পুলিশকে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করতে হয়েছে। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১-১ গোলে ড্র করেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ও স্লোভেনিয়ান ক্লাব ম্যারিবর। গোল শূন্য ড্র করেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও এবং ইউক্রেনিয়ান ক্লাব শাখতার।