দুটি গ্র্যান্ডস্লামজয়ী চীনা তারকা লি না অবসরে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে মিডিয়ায়। গতকাল সিএনটিভি জানিয়েছে, আগামী রবিবার এক সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দিবেন এশিয়ার প্রথম গ্র্যান্ডস্লামজয়ী এ তারকা। তবে আজ তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিতে পারেন বলেও জানিয়েছে তারা। সিসিটিভি-৫ও এই খবর দিয়েছে। চীনের সেন্ট্রাল টেলিভিশন ঘনিষ্ঠজনের সূত্রে জানিয়েছে, ইনজুরির কারণে আজ লি না অবসরের ঘোষণা দিতে পারেন। সিসিটিভি-৫ জানিয়েছে, 'লি নার ঘনিষ্ঠ আত্নীয় বলেছেন, লি না অফিশিয়ালি অবসরের ঘোষণা দিবেন ১৯ সেপ্টেম্বর। তিনি অবসর নিবেন কারণ তিনি কোর্টে নামতে পারছেন না ইনজুরির জন্য।' লি না ২০১১ সালে প্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম শিরোপা (ফ্রেঞ্চ ওপেন) জয় করেছিলেন। চলতি বছরের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা অস্ট্রেলিয়া ওপেনও জয় করেছেন তিনি।