বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই- সবচেয়ে সহজলভ্য বাক্য। টানা হারের পরও এমন মন্তব্য করতে দেখা গেছে অধিনায়ক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টকে। ওয়েস্ট ইন্ডিজে চরমভাবে নাকাল হওয়ার পরও এমনই বলবেন, কোনো সন্দেহ নেই। পাঁচদিনের টেস্ট চারদিনে হেরে যাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ঠিকই, কিন্তু তার এই ক্ষোভ কি কোনো কাজে লাগবে দেশের ক্রিকেটের? মনে হয় না। এর আগে অধিনায়ক, কোচ গোস্যা হয়েছেন ক্রিকেটারদের উপর। এতে করে কোনো পরিবর্তন আসেনি ক্রিকেটারদের মানসিকতায়। পরিবর্তন আসেনি বলেই হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেলছেন ক্রিকেটাররা। ক্যারিবীয় সফরে অপরিপক্ব ক্রিকেট খেলার খেসারত গুনতে হয়েছে দলকে হোয়াইটওয়াশ হয়ে। হোয়াইটওয়াশের লজ্জা মাথায় নিয়েই কাল সকালে ঢাকায় পা রাখছে ক্রিকেট দল। এরপর ১০ ক্রিকেটার স্বর্ণ জয়ের লক্ষ্যে ইনচেন যাবেন এশিয়ান গেমসে অংশ নিতে।
গত ডিসেম্বর থেকে হেরেই চলেছে বাংলাদেশ। হেরেছে আফগানিস্তান, হংকংয়ের মতো আনকোরা দলের কাছে। আইসিসি সহযোগী দেশগুলোর বিপক্ষে হেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে দল। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে টানা ৯ ওয়ানডেতে হেরেছে টাইগাররা। ক্যারিবীয় সফরে প্রথম ম্যাচে জয়ের ভিত তৈরি করেও লড়াইয়ের মানসিকতার অভাবে হেরে যায় মুশফিকবাহিনী। এরপর আর নিজেদের ফিরে পায়নি। পুরো সফরেই ছায়াকে সঙ্গী করে হেঁটেছে টাইগাররা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হেরেছে একপেশে। হোয়াইটওয়াশ হয়ে টানা হারের রেকর্ডটাকে ১২তে উন্নীত করেছেন মুশফিকরা। টি-২০ ম্যাচে অনেক আশা ছিল। এশিয়ান গেমসের আগে ম্যাচটি উপকারেও আসতো দলের। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হয়। টেস্টের পারফরম্যান্সতো যাচ্ছেতাই। সেন্ট ভিনসেন্টে পঞ্চমদিন পর্যন্ত লড়াই করেছে। কিন্তু হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। টেস্টকে টেনেটুনে পঞ্চম দিন নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব অধিনায়ক মুশফিকের। দল যখন ফলোঅনের শঙ্কায় ধুঁকছিল, তখনই ১১৬ রানে লড়াকু ইনিংস খেলে ইনিংস হারের লজ্জা এড়ান। সেন্ট লুসিয়ার দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স তো আরও লজ্জার।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
ব্যর্থতার বোঝা নিয়ে দেশে ফিরছেন মুশফিকরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর