বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই- সবচেয়ে সহজলভ্য বাক্য। টানা হারের পরও এমন মন্তব্য করতে দেখা গেছে অধিনায়ক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টকে। ওয়েস্ট ইন্ডিজে চরমভাবে নাকাল হওয়ার পরও এমনই বলবেন, কোনো সন্দেহ নেই। পাঁচদিনের টেস্ট চারদিনে হেরে যাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ঠিকই, কিন্তু তার এই ক্ষোভ কি কোনো কাজে লাগবে দেশের ক্রিকেটের? মনে হয় না। এর আগে অধিনায়ক, কোচ গোস্যা হয়েছেন ক্রিকেটারদের উপর। এতে করে কোনো পরিবর্তন আসেনি ক্রিকেটারদের মানসিকতায়। পরিবর্তন আসেনি বলেই হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেলছেন ক্রিকেটাররা। ক্যারিবীয় সফরে অপরিপক্ব ক্রিকেট খেলার খেসারত গুনতে হয়েছে দলকে হোয়াইটওয়াশ হয়ে। হোয়াইটওয়াশের লজ্জা মাথায় নিয়েই কাল সকালে ঢাকায় পা রাখছে ক্রিকেট দল। এরপর ১০ ক্রিকেটার স্বর্ণ জয়ের লক্ষ্যে ইনচেন যাবেন এশিয়ান গেমসে অংশ নিতে।
গত ডিসেম্বর থেকে হেরেই চলেছে বাংলাদেশ। হেরেছে আফগানিস্তান, হংকংয়ের মতো আনকোরা দলের কাছে। আইসিসি সহযোগী দেশগুলোর বিপক্ষে হেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে দল। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে টানা ৯ ওয়ানডেতে হেরেছে টাইগাররা। ক্যারিবীয় সফরে প্রথম ম্যাচে জয়ের ভিত তৈরি করেও লড়াইয়ের মানসিকতার অভাবে হেরে যায় মুশফিকবাহিনী। এরপর আর নিজেদের ফিরে পায়নি। পুরো সফরেই ছায়াকে সঙ্গী করে হেঁটেছে টাইগাররা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হেরেছে একপেশে। হোয়াইটওয়াশ হয়ে টানা হারের রেকর্ডটাকে ১২তে উন্নীত করেছেন মুশফিকরা। টি-২০ ম্যাচে অনেক আশা ছিল। এশিয়ান গেমসের আগে ম্যাচটি উপকারেও আসতো দলের। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হয়। টেস্টের পারফরম্যান্সতো যাচ্ছেতাই। সেন্ট ভিনসেন্টে পঞ্চমদিন পর্যন্ত লড়াই করেছে। কিন্তু হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। টেস্টকে টেনেটুনে পঞ্চম দিন নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব অধিনায়ক মুশফিকের। দল যখন ফলোঅনের শঙ্কায় ধুঁকছিল, তখনই ১১৬ রানে লড়াকু ইনিংস খেলে ইনিংস হারের লজ্জা এড়ান। সেন্ট লুসিয়ার দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স তো আরও লজ্জার।
শিরোনাম
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
ব্যর্থতার বোঝা নিয়ে দেশে ফিরছেন মুশফিকরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর