সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের সেরা বোলার সাঈদ আজমল। আর এজন্য প্রধান কোচ ওয়াকার ইউনুস ও স্পিন কোচ মুশতাক আহমেদ দায়ী করেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। করাচিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,'সত্যি বলতে কি, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দুই ম্যাচই আজমলকে খেলানোই উচিত হয়নি। ওয়াকার এবং মুশতাক তাকে ঠিকমতো পরিচালনা করতে পারেনি। তাদের জন্যই আজ ভুগছেন আজমল।'
লতিফ বলেন, 'এর আগেও যখন আজমলের বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ উঠেছিল তখনো তাকে ঠিকমতো ব্যবহার করতে পারেননি কোচ। আসলে পাকিস্তানের কোচিং স্টাফরা জাতিসংঘের মত। কাজ নেই শুধু বিশাল অংকের পারিশ্রমিক নেয়। ওয়াকার এবং মুশতাক আহমেদও তাই। তারা ব্যর্থ হয়েছেন।'